• ঢাকা
  • মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যুক্তরাষ্ট্রে শৈত্যপ্রবাহ ও তুষারঝড়ে বিপর্যয়, বিদ্যুৎ বিহীন প্রায় ১০ লাখ মানুষ


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৬, ২০২৬, ০২:২০ পিএম
যুক্তরাষ্ট্রে শৈত্যপ্রবাহ ও তুষারঝড়ে বিপর্যয়,  বিদ্যুৎ বিহীন প্রায় ১০ লাখ মানুষ

ছবি: বিবিসি

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে অভূতপূর্ব শীতের ঝড়ের কারণে জনজীবন একেবারে স্থবির হয়ে পড়েছে। প্রচণ্ড শৈত্যে এখন পর্যন্ত অন্তত ৩ জনের প্রাণহানির খবর মিলেছে। এই ঝড়ের দাপটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে প্রায় ১০ লাখ বাসিন্দা অন্ধকারে রয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) একদিনেই ১৬ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ তথ্য দিয়েছে বিবিসি। প্রতিবেদন অনুসারে, শীতকালীন এই ঝড়ের প্রভাবে লুইজিয়ানায় কমপক্ষে দুজনের মৃত্যু হয়েছে। টেক্সাসেও আরও একজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর (এনডব্লিউএস) জানিয়েছে, টেক্সাস থেকে শুরু করে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে তুষারপাত, বরফ জমা ও হিমশীতল বৃষ্টির ফলে ‘জীবনহানির ঝুঁকিপূর্ণ’ অবস্থা সৃষ্টি হয়েছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। মার্কিন গণমাধ্যমগুলোর মতে, দেশের দক্ষিণাঞ্চলে বরফের চাপে গাছের ডাল ভেঙে বিদ্যুৎ লাইনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে কমপক্ষে ১০ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। টেনেসি অঙ্গরাজ্যে ৩ লাখ ৩০ হাজারেরও অধিক, মিসিসিপিতে ১ লাখ ৬০ হাজার, লুইজিয়ানা ও টেক্সাসেও হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎ ছাড়া দিন কাটাচ্ছেন। মধ্য-আটলান্টিক অঞ্চলেও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

দক্ষিণাঞ্চলে তুষারঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মিসিসিপির অক্সফোর্ড শহরে। সেখানে প্রায় ৭৫ শতাংশ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন, অনেক জায়গায় গাছ ও বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতিকে ভয়াবহ আখ্যায়িত করেছে।
নিউইয়র্ক সিটিতেও তীব্র তুষারপাত ও প্রচণ্ড ঠান্ডা বিরাজ করছে। মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, গত আট বছরের মধ্যে এটিই সবচেয়ে শৈত্যপূর্ণ সময়। এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেছেন, শনিবার শহরে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে, যদিও মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হয়নি।

ঝড়ের কারণে শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহন ব্যবস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিউ ইংল্যান্ড থেকে দক্ষিণাঞ্চল পর্যন্ত বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্লাস স্থগিত ও ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে। শার্লটে তুষারঝড়ের কারণে সকল ধরনের গণপরিবহন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দশ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। অন্তত ২৪টি অঙ্গরাজ্যে জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

ফ্লোরিডা, দক্ষিণ-পূর্ব আলাবামা এবং দক্ষিণ-পশ্চিম জর্জিয়ার কিছু অংশে টর্নেডো সতর্কতা জারি রয়েছে। প্রশাসন জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে।

এসবিআর

Wordbridge School
Link copied!