ফাইল ছবি
রাজধানীতে সম্প্রতি কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হওয়ার পর ঝুঁকিপূর্ণ প্রায় ৩০০টি ছোট-বড় ভবন চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম।
সোমবার (২৪ নভেম্বর) এক অনুষ্ঠানে তিনি জানান, সমন্বিতভাবে কাজ না করা গেলে ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি সামলানো সম্ভব হবে না। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
রিয়াজুল ইসলাম বলেন, যথাযথ নিয়ম মেনে ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয় এবং রাজউকে অর্থের বিনিময়ে কোনো কাজ হয় না। তিনি আরও বলেন, রাজউক কাউকে প্ল্যান করে দেয় না; বাড়িওয়ালারাই ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট দিয়ে বাড়ির প্ল্যান তৈরি করে জমা দেয় এবং শর্ত থাকে যে রাজউকের নিয়ম মেনে কাজ করবেন। পরে যদি তারা সেটা না মানে, জরিমানা বা শাস্তি দিতে হলে তা বাড়িওয়ালাদেরই দেওয়া উচিত, যার দায়ভার রাজউকের নয়।
তিনি বলেন, সিটি করপোরেশন, রাজউক ও ফায়ার সার্ভিস আলাদাভাবে কাজ করায় সব জায়গায় বিশৃঙ্খলা দেখা দেয়। তাই ভবন নির্মাণ ও নিরাপত্তা ব্যবস্থায় সমন্বিত পদক্ষেপ নেয়ার গুরুত্ব রয়েছে।
এসএইচ







































