বগুড়া : বগুড়া-৩ আসনে বিএনপির প্রার্থী হয়ে ধানের শীষের প্রতীক নিয়ে একই পরিবারের ৩ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ফলে ভোটার নেতাকর্মী ও সমর্থকদের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে আসলে কে হচ্ছেন বগুড়া-৩ আসনের ধানের শীষ মার্কার প্রার্থী। তবে আদমদীঘি-দুপচাঁচিয়া আসন বিএনপি থেকে শেষ পর্যন্ত কে ধানের শীষ প্রতীক পেয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে লড়বে তা নিয়ে এলাকায় চলছে ব্যাপক জল্পনা-কল্পনা।
বরাবরই বগুড়ার আসনগুলো নিয়ে কেন্দ্রীয় বিএনপির রয়েছে আলাদা ভাবে চিন্তা ভাবনা। তাছাড়া যে যাই ভাবুক না কেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সফট কর্ণার যার প্রতি রয়েছে তিনিই পাবেন চুড়ান্ত মনোনয়ন এমনটিই ভাবছেন সাধারণ ভোটাররা। তবে শেষ পর্যন্ত কে পাচ্ছেন ‘ধানের শীষ’ প্রতীক! ভাই-ভাবী নাকি দেবর?
এদিকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দলীয় মনোনয়নের নামের চূড়ান্ত তালিকায় জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সাংসদ আব্দুল মোমিন তালুকদার খোকা ও তার সহধর্মীনি মাছুদা মোমিন তালুকদারের নামই দেখা যায়।
অপরদিকে, আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল মহিত তলুকদার মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে দলীয় মনোনয়ন পাওয়ার আশায় মনোনয়ন পত্র দাখিল করেছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক যুদ্ধে রয়েছেন সাবেক বিএনপি দলীয় সাংসদ আব্দুল মোমিন তালুকদার খোকা, তাঁর সহধর্মিনী মাছুদা মোমিন তালুকদার এবং খোকার আপন ছোট ভাই বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার।
এর মধ্যে আব্দুল মোমিন তালুকদারের পক্ষে ও মাছুদা মোমিনের নিজের বগুড়ায় এবং মহিত তালুকদার আদমদীঘিতে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়া মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির নুরুল ইসলাম তালুকদার দুপচাঁচিয়ায় তাঁর মনোনয়নপত্র জমা দিলেও আওয়ামীলীগ থেকে কেউ এ আসনে মনোনয়নপত্র জমা দেননি। এ আসনে সর্বমোট ১২জন প্রার্থী তাঁদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বিএনপি ও মহাজোট প্রার্থী ছাড়াও মনোনয়ন পত্র জমা দিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম, আফজাল হোসেন, তাজউদ্দীন, আব্দুল মজিদ, শাহাজাহান আলী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, আব্দুল কাদের, বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট, লিয়াকত আলী গনতান্ত্রিক বিপ্ল¬বী পার্টি। তবে এ আসনে এবার জাতীয় নির্বাচনে কোন প্রকার উৎসব মূখর পরিবেশ ছাড়াই প্রার্থীরা নিরবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন যুদ্ধে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী তারা একে অপরের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া সাবেক সাংসদ আব্দুল মোমিন তালুকদার খোকা ও তার সহধর্মীনি মাছুদা মোমিন তালুকদার এবং তারই আপন ছোট ভাই আব্দুল মহিত তালুকদারের মনোনয়ন পত্র সংগ্রহ ও দাখিল করায় এলাকার সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক হারে চলছে আলোচনা ও সমালোচনার ঝড়।
স্বাধীনতার পর আব্দুল মজিদ তালুকদার ৩ বার এমপি হিসাবে নির্বাচিত হয়েছিলেন। এরপর ২০০২ সালে তিনি মৃত্যু বরণ করার পর থেকে ২০০১ এবং পরবর্তী ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে আব্দুল মোমিন তালুকদার খোকা দুই বার এমপি নির্বাচিত হন।
সম্প্রতি ২০১১ সালে আদমদীঘি থানার কায়েত পাড়া গ্রামের মুক্তিযোদ্ধা সুবিদ আলী বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে খোকার বিরুদ্ধে মানবতাবিরোধী যুদ্ধাপরাধের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
সোনালীনিউজ/এমটিআই







































