• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
টোকিও অলিম্পিক

আজও সোনা জয়ে শীর্ষে চীন


ক্রীড়া ডেস্ক জুলাই ৩১, ২০২১, ০৯:৩৮ পিএম
আজও সোনা জয়ে শীর্ষে চীন

ঢাকা: টোকিও অলিম্পিকের নবম দিনেও সোনা জয়ের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে চীন। এদিকে বাজে একটি দিন কাটিয়েছে জাপান। আজই প্রথম কোনো সোনার পদক না জিতে দিন শেষ করল আয়োজকেরা। 

ওদিকে আজও দুটি সোনা জিতেছে চীন। যুক্তরাষ্ট্রও পাল্লা দিচ্ছে চীনের সঙ্গে। আজ অ্যাথলেটিকসের বড় দুটি ইভেন্টেই সোনা হাতছাড়া হয়েছ যুক্তরাষ্ট্রের। মেয়েদের ১০০ মিটারে তো পডিয়ামেই জায়গা হয়নি তাদের।

আজ নতুন করে সাতটি দেশ সোনা জিতেছে। টোকিও অলিম্পিকে এখন পর্যন্ত সোনার স্বাদ পাওয়া দেশের সংখ্যা এখন ৪৯।  শুধু রুপা জেতা দেশের সংখ্যা ১৫টি।

No description available.

আর ব্রোঞ্জ পদক নিয়ে পডিয়ামে ওঠার সৌভাগ্য হয়েছে ১২টি দেশের প্রতিযোগীদের। ৭৬টি দেশ এখন পর্যন্ত পদক জিতেছে অলিম্পিকে। অর্থাৎ গতকালের পর আজ নতুন করে আরও ছয়টি দেশ পদকের স্বাদ পেল।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!