• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সমালোচনা সহ্য করাও আর্ট, বললেন মাশরাফি


ক্রীড়া ডেস্ক অক্টোবর ২৭, ২০২১, ০৯:২৪ পিএম
সমালোচনা সহ্য করাও আর্ট, বললেন মাশরাফি

ঢাকা: শ্রীলঙ্কার পর ইংল্যান্ডের বিপক্ষেও যাচ্ছেতাই ভাবে হেরেছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই মন ভালো নেই মাশরাফি বিন মুর্তজার। কঠিন এ সময়ে নানা প্রান্ত থেকে নানা সমালোচনা হবে। কেউ গঠনমূলক সমালোচনা করবে আবার কেউ নেতিবাচক কথা বলবে। 

মাশরাফি নিজেও সমালোচনা করছেন। তবে এসব বিষয় ইতিবাচক দৃষ্টিতে দেখার পরামর্শ দিলেন সাবেক সফলতম অধিনায়ক। তার মতে, সমালোচনা জীবনের অংশ, এটা সহ্য করাও আর্ট। নিজের ফেসবুকে মাহমুদউল্লাহর এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন মাশরাফি।  

মাশরাফি লিখেছেন, ‘সমালোচনা জীবনের একটা অংশ, এটা সহ্য করাও একটা আর্ট। যে যতো সমালোচনা নিতে পারে সে ততো ভালো থাকে। ঠিক এই মুহুর্তে তোমাদের সমালোচনা সবাই করবে এমনকি আমিও। তাতে তোমাদের কিছু যায় আসার কথা নয়।‘ 

‘শুধু তোমাদের চিন্তা করা উচিত তোমরা কি করতে চেয়েছিলে আর তা কেন করতে পারনি, পরের ম্যাচে যেন সেরাটা দিতে পার সেই চিন্তা করা শুরু করো কারণ পরের ম্যাচটাও তোমরা বাংলাদেশের জন্যই খেলবে আর দেশের সবাই আবার নতুন কোন আশা নিয়ে খেলা দেখতে বসবে।’‘মাঝখান দিয়ে হয়তো কেউ গঠনমূলক সমালোচনা অথবা আরও বেশি নেতিবাচক কথা বলবে। তোমাদের ভালোবাসে বলেই এতো কথা বলে। নেক্সট ম্যাচেই সেরাটা দিয়ে জিতে আসলে দেখবা সবাই আনন্দে পিছনের জিনিস ভুলে যাবে। একমাত্র ইতিবাচক মানুষিকতাই সেরাটা বের করে আনতে পারবে আমার বিশ্বাস।’

‘মাঠে যা কিছুই ঘটুক না কেন তোমাদের পাশেই আছি। মনপ্রাণ দিয়েই থাকবো। সবাই বিশ্বাস করে তোমরাই আনন্দের উপলক্ষ। বাজে দিনকে ভুলে যাওয়াই উত্তম তবে বাজে দিন যে শিক্ষা দিয়ে যাবে তা মনে রাখা আরও উত্তম। গুড লাক বাংলাদেশ ক্রিকেট। আল্লাহ ভরসা।’

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!