• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাবা হারালেন পেসার রুবেল


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১৭, ২০২৩, ১২:০০ পিএম
বাবা হারালেন পেসার রুবেল

ঢাকা: বাবা হারালেন পেসার রুবেল হোসেন। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এই ফাস্ট বোলারের বাবা সিদ্দিকুর রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে আজ রোববার এক পোস্টে রুবেল বিষয়টি নিজেই নিশ্চিত করেন।

রুবেল ফেসবুক পোস্টে লিখেন, ‘আমার বাবা আর নেই … সবাই আমার বাবার জন্য দোয়া কইরেন।’বছর খানেকের বেশি সময় ধরেই অসুস্থতায় ভুগছিলেন রুবেলের বাবা। ফলে গত জুন মাসেও একটি ফেসবুক পোস্টে দোয়া চেয়েছিলেন রুবেল।

ডানহাতি এই পেসারের ২০০৯ সালে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয়। তিনি এখন পর্যন্ত ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০২২ সালে টেস্ট থেকে অবসর নেওয়া এই পেসার সাদা পোশাকে পেয়েছেন ৩৬ উইকেট। এছাড়া ওয়ানডেতে ১২৯ এবং টি-টোয়েন্টিতে তার শিকার ২৮টি।

এমএস

Wordbridge School
Link copied!