• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নিউজিল্যান্ডে ইতিহাস গড়া বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা


ক্রীড়া ডেস্ক  ডিসেম্বর ২৭, ২০২৩, ০৫:০৪ পিএম
নিউজিল্যান্ডে ইতিহাস গড়া বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

ঢাকা: নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও ইতিহাস গড়ল বাংলাদেশ দল। দেশটির মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে ম্যাচ জয়ের পর প্রথমবার জয় পেল টি-টোয়েন্টি ম্যাচেও। ইতিহাস গড়া দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই জয়ের মাধ্যমে একটি চক্রও পূরণ করল বাংলাদেশ। গত বছর মাউন্ট মঙ্গানুইতে টেস্ট ম্যাচে জয় পায় বাংলাদেশ। যেকোনো ফরম্যাটে নিউজিল্যান্ডের মাঠে সেটিই ছিল বাংলাদেশের প্রথম জয়। এই সফরে প্রথমবারের মতো জয় আসে ওয়ানডেতে। বাকি ছিল শুধু টি-টোয়েন্টিও। সেই আক্ষেপই পূরণ হলো এবার। এর আগে কিউইদের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ৯টি টি-টোয়েন্টি খেললেও তাতে জয়ের মুখ দেখেনি টাইগাররা। দশম ম্যাচে এল ঐতিহাসিক জয়।

নেপিয়ারের এই মাঠেই বাংলাদেশি পেসারদের দাপটে মাত্র ৯৮ রানে অলআউট হয়েছিল নিউজিল্যান্ড। সেদিন শুধু পেসাররা দাপট দেখালেও আজ দাপট ছিল স্পিনার শেখ মেহেদী হাসানেরও। তাতে প্রথমে ব্যাট করা নিউজিল্যান্ড ১৩৪ রানের বেশি করতে পারেনি। বাংলাদেশ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট পান পেসার শরিফুল। এছাড়া মেহেদী ও মোস্তাফিজ ২টি করে উইকেট দখল করেন।

১৩৫ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটাররা সেট হয়ে স্থায়ী হতে না পারলেও দৃঢ়তা দেখান ওপেনার লিটন দাস। শেষ পর্যন্ত ৮ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয় পায় নাজমুল হোসেন শান্তর দল। ৩৬ বলে ৪২ রানের অপরাজিত ইনিংসে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন লিটন।

এমএস

Wordbridge School
Link copied!