• ঢাকা
  • রবিবার, ২২ জুন, ২০২৫, ৮ আষাঢ় ১৪৩২

সাবেক প্রেমিকার বাড়িতে ছোড়া গ্রেনেডে নিজেরই প্রাণ গেল যুবকের 


ফিচার ডেস্ক জুন ৪, ২০২৫, ০৫:১৮ পিএম
সাবেক প্রেমিকার বাড়িতে ছোড়া গ্রেনেডে নিজেরই প্রাণ গেল যুবকের 

ঢাকা: প্রেম ফিরে পাওয়ার আশায় সাবেক প্রেমিকার বাড়িতে যান ৩৬ বছর বয়সী এক যুবক। কিন্তু প্রেমিকার ‘না’ শুনে সেই আশা মুহূর্তেই রূপ নেয় সহিংস প্রতিশোধে। অবশেষে নিজের ছোড়া গ্রেনেডেই প্রাণ হারান তিনি। এমন ঘটনা ঘটেছে থাইল্যান্ডের সুরাত থানি প্রদেশে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মেট্রোর প্রতিবেদনে বলা হয়,  সাবেক প্রেমিকার বাড়িতে গ্রেনেড হামলার সময় বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন। ওই হামলায় আরও চারজন আহত হয়েছেন, যাদের মধ্যে দু’জন পুরুষ ও দু’জন নারী রয়েছেন। 

পুলিশ জানায়, ২৫ মে (শনিবার) স্থানীয় সময় বিকেলে এই ভয়াবহ ঘটনা ঘটে। নিহত যুবক সুরাপং থংনাক (৩৬) তাঁর  সাবেক প্রেমিকার সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপনের উদ্দেশে প্রেমিকার বাড়িতে যান। প্রেমিকার পক্ষ থেকে স্পষ্টভাবে সম্পর্ক পুনরায় শুরু করার প্রস্তাব প্রত্যাখ্যান করা হলে, সুরাপং প্রচণ্ড রেগে যান এবং ঘটনাস্থলে অশান্ত পরিস্থিতি তৈরি করেন।

প্রেমিকার মানসিক অবস্থায় পরিবর্তন আনতে ব্যর্থ হয়ে তিনি প্রথমে তাকে কাঁচি দিয়ে আঘাত করার চেষ্টা করেন। তবে আশপাশের মানুষ দ্রুত হস্তক্ষেপ করে তাকে নিবৃত্ত করে। পরে সুরাপং তাঁর গাড়িতে ফিরে গিয়ে একটি হ্যান্ড গ্রেনেড বের করেন এবং  ছুঁড়ে মারেন। পরে সেটি পিলারের সঙ্গে লেগে মাটিতে পড়ে যায়। বিস্ফোরিত না হওয়ায় তিনি সেটি আবার হাতে তুলে নেন, ঠিক তখনই সেটি বিস্ফোরিত হয়।

বিস্ফোরণের তীব্রতায় সুরাপং ঘটনাস্থলেই মারা যান। বিস্ফোরণে তার গাড়িসহ আশপাশের বেশ কিছু যানবাহনের জানালাও ভেঙে যায়। আহত চারজনকে তাৎক্ষণিকভাবে থা চানা হাসপাতালে নেওয়া হয়। সৌভাগ্যক্রমে, সুরাপংয়ের সাবেক প্রেমিকা হামলার সময় বাড়ির ভেতরে চলে যাওয়ায় অক্ষত থাকেন। 

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সুরাপংয়ের গাড়ি থেকে ৫০০ গ্রাম মেথামফেটামিন উদ্ধার করে। জানা গেছে, তিনি পাঁচ বছর আগেও মাদক সেবন ও চোরাচালান সংক্রান্ত একটি মামলায় কারাবরণ করেছিলেন। পুলিশ ধারণা করছে, হামলাকারী মাদকাসক্ত ছিলেন, যা তাকে আরও সহিংস করে তোলে।

স্থানীয় পুলিশ জানায়, তারা পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। সেইসঙ্গে মাদকের উৎস, গ্রেনেড সরবরাহের পথ ও সুরাপংয়ের অতীত অপরাধমূলক কর্মকাণ্ডের বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। 

ইউআর

Wordbridge School
Link copied!