• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঈদের দিন কাটবে মেঘ-বৃষ্টি-তাপপ্রবাহে


নিজস্ব প্রতিবেদক জুন ১৬, ২০২৪, ০৯:৪৪ পিএম
ঈদের দিন কাটবে মেঘ-বৃষ্টি-তাপপ্রবাহে

ঢাকা : ঈদুল আজহার দিনটিতে আবাহওয়া নিয়ে তিনটি ভিন্ন অবস্থার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ ওমর ফারুক রোববার (১৬ জুন) বলেন, সোমবার সকালে ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, হালকা বৃষ্টি হতে পারে দিনের যে কোনো সময়।

সেই সঙ্গে চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেটে দিনে দুই/তিন ভাগে বৃষ্টির আভাস রয়েছে। তবে খুলনা বিভাগে বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

রাজশাহী, খুলনা ও বরিশালে বৃষ্টির সম্ভাবনা ‘ক্ষীণ’ বলে জানান এই আবহাওয়াবিদ।

আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশজুড়ে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। এর মধ্যে সিলেট, রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তবে খুলনা বিভাগে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় খুলনায় দেশের সর্বোচ্চ ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস তাপমত্রা রেকর্ড করা হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী বলেছেন দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে আগামী ৪৮ ঘণ্টা থেকে ৭২ ঘন্টা ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

তাতে নদ-নদীর পানি দ্রুত বেড়ে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীরবাজার জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এমটিআই
 

Wordbridge School
Link copied!