• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, বিশ্বে দূষণের তালিকায় ষষ্ঠ


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৪, ২০২৫, ০৮:৩৬ এএম
ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, বিশ্বে দূষণের তালিকায় ষষ্ঠ

সাপ্তাহিক ছুটির দিনেও ঢাকার বাতাস স্বস্তিদায়ক হয়নি। বরং শুক্রবার (২৪ অক্টোবর) সকালেও রাজধানীর বায়ু ছিল ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে। বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান ষষ্ঠ।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ু মান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার-এর সর্বশেষ সূচক অনুযায়ী, সকাল ৮টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৫৮, যা স্বাস্থ্যঝুঁকিপূর্ণ মাত্রায় পড়েছে।

তালিকায় সবচেয়ে দূষিত শহর হিসেবে রয়েছে পাকিস্তানের লাহোর, যার একিউআই স্কোর ৩৩৫। এরপর ভারতের দিল্লি ২২৭, পাকিস্তানের করাচি ১৮৫, ভারতের কলকাতা ১৭৮ এবং কুয়েত সিটি ১৬৪ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে রয়েছে।
ঢাকা ষষ্ঠ অবস্থানে থাকলেও, দূষণমাত্রার পার্থক্য তেমন বেশি নয় বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ পয়েন্টের মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয়। ১০১ থেকে ১৫০ পয়েন্টকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। আর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

পয়েন্ট ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। আর ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, ঢাকায় ক্রমবর্ধমান ধুলাবালি, যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের অনিয়ন্ত্রণ এবং শুষ্ক মৌসুমে শিল্পকারখানার নির্গমনই দূষণের প্রধান কারণ। দীর্ঘমেয়াদে এই পরিস্থিতি ফুসফুস, হৃদরোগ ও শিশুদের শ্বাসযন্ত্রের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে।

বায়ু দূষণ রোধে শহরের খোলা নির্মাণকাজে নিয়ন্ত্রণ, পুরনো যানবাহন অপসারণ এবং সবুজায়ন উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

এম

Wordbridge School
Link copied!