• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইতালিতে একদিনেই সুস্থ হলেন ১৪৩১ জন


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ৩, ২০২০, ০৯:৫৩ এএম
ইতালিতে একদিনেই সুস্থ হলেন ১৪৩১ জন

ঢাকা : প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফেরাদের সংখ্যা বাড়ছে।

করোনাভাইরাসে বিপর্যস্ত ইতালির চারদিকে দুঃসংবাদের মধ্যে একটি ভালো খবর হলো গত সপ্তাহে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১০১ বছর বয়সী এক ইতালিয়ান নাগরিক।

গত এক দিনেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪৩১ জন। আর এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ হাজার ২৭৮ জন।  গত ২৪ ঘণ্টায় করোনায় ৭৬০ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯১৫ জনে।

করোনায় এখনও বিশ্বের সবচেয়ে মৃত্যুর দেশ ইতালি। সবশেষ খবর পাওয়া পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা এক লাখ ১৫ হাজার ২৪২।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে ইতালিতে দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। আর এখন পর্যন্ত কতজন বাংলাদেশি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তা সঠিকভাবে জানা যায়নি।

ইতালিতে ভেসেন্সা শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সোবহান হাওলাদার বলেন, করোনার প্রভাবে ইতালি এখন স্তব্ধ, চারদিকে জনশূন্য। এ যেন এক ভুতুড়ে পরিবেশ। তবে আশার কথা হচ্ছে, গত দুই দিন ধরে এখানে নতুন আক্রান্তের সংখ্যা কমেছে। আশা করি, শিগগিরই এ পরিস্থিতি থেকে বের আসব আমরা।

ইতালির বিভিন্ন শহরে প্রায় দুই লাখেরও বেশি বাংলাদেশি বাস করেন।

এদিকে দেশটিতে বাংলা কমিউনিটির নেতারা প্রবাসী বাংলাদেশিদের খোঁজ খবর রাখছেন। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না গিয়ে সবাইকে বাসায় অবস্থান করার আহ্বান জানিয়েছেন কমিউনিটি নেতারা।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!