• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এবার মিসরে সব মসজিদ গির্জা বন্ধের নির্দেশ


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ২২, ২০২০, ১২:৫২ পিএম
এবার মিসরে সব মসজিদ গির্জা বন্ধের নির্দেশ

ঢাকা: নোভেল করোনাভাইরাসের বিস্তার বন্ধে শনিবার সব মসজিদ, গির্জা ও ধর্মীয় প্রার্থনা সমাবেশ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে মিসরের ধর্মীয় কর্তৃপক্ষ।

দেশজুড়ে বিভিন্ন মসজিদের তত্ত্বাবধানের দায়িত্বে থাকা ধর্মীয় ওয়াকফ কর্তৃপক্ষ ও কপটিক অর্থোডক্স গির্জা এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী দুই সপ্তাহ পর্যন্ত অন্তত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।- খবর এএফপির

আলাদা বিবৃতিতে মন্ত্রণালয় ও গির্জা জানায়, প্রার্থনা ও ধর্মীয় অনুষ্ঠানের বড় জমায়েত এড়িয়ে চলতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে। কারণ এতে কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়ার ব্যাপক শঙ্কা রয়েছে।

ধর্মীয় ওয়াকফ মন্ত্রণালয় জানায়, সব মসজিদ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। আজ থেকে শুরু হয়ে আগামী দুই সপ্তাহ যা অব্যাহত থাকবে। মুসুল্লিদের বাড়িতেই নামাজ আদায়ের পরামর্শ দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।

আর নির্দেশনায় কপটিক অর্থোডক্স গির্জা জানায়, তারা সব গির্জা বন্ধ ও ধর্মীয় অনুষ্ঠান স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। মিসরের এখন পর্যন্ত ২৮৫ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন অন্তত আট জন।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!