• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জিকা ভাইরাসের প্রতিষেধক আবিস্কার দাবি ভারত’র


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৩, ২০১৬, ০৬:৩৭ পিএম
জিকা ভাইরাসের প্রতিষেধক আবিস্কার দাবি ভারত’র

আন্তর্জাতিক ডেস্ক


জিকা ভাইরাস যখন পুরো বিশ্ব আতঙ্কে। ঠিক সেই সময় জিকা আতঙ্কে জল ঠেলে দিলেন ভারতের বিজ্ঞানীরা। তারা জিকা ভাইরাসের প্রতিষেধক আবিস্কারের দাবি করলেন। হায়দ্রাবাদে একটি ল্যাবে তারা দুটি টিকা প্রতিষেধক আবিস্কার করেছেন বলে দাবি তাদের।
 
সম্প্রতি জিকা ভাইরাসের প্রতিষেধক আবিস্কার না হওয়ায বিশ্বব্যাপী জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

যেখানে বিশ্বের বড় বড় কোম্পানি এই প্রতিষেধক আবিস্কারে উঠে পড়ে লেগেছে। এরই মাঝে এর টীকা পেটেন্ট করলো ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি কোম্পানি।
 
এ বিষয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ড. কৃষ্ণা এলা বলেন, আমরাই বিশ্বে জিকার প্রতিষেধক আবিস্কার করা প্রথম কোম্পানি। এর মাধ্যমে দুটি টীকা আবিস্কার করলেও মানুষের উপর এটি প্রয়োগ করা যাবে কিনা সেটা নিশ্চিত হতে আরও সময় লাগবে।
 
এ ব্যাপারে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এর মহাপরিচালক জানান, ‘আমরা জানতে পেরেছি যে ভারত বায়োটেক জিকার প্রতিষেধক আবিস্কারের দাবি করেছেন। এজন্য আমরা বৈজ্ঞানিক পরীক্ষা চালাবো।’ এনডিটিভি


সোনালীনিউজ/ঢাকা/মে

Wordbridge School
Link copied!