• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের নিষেধাজ্ঞায় ইরানের বাম্পার ফলন


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ২৮, ২০১৮, ০৭:৫১ পিএম
ট্রাম্পের নিষেধাজ্ঞায় ইরানের বাম্পার ফলন

ঢাকা : পরমাণু চুক্তি দিয়ে বেরিয়ে গিয়ে ইরানের ওপর নতুন করে অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু ট্রাম্পের অবরোধে ইরানের তেল বিক্রির ওপর তেমন কোনো প্রভাব পড়েনি। বরং যুক্তরাষ্ট্র কখনোই ইরানের তেল বিক্রি বন্ধ করতে পারবে না বলে মন্তব্য করেছেন ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি।

ইরানের তেল বিক্রি বন্ধ হলে সেই ঘাটতি সৌদি আরব পূরণ করবে বলে ট্রাম্প যে বক্তব্য দিয়েছিলেন সে বিষয়ে তিনি বলেন, মার্কিন সরকার নিজ দেশের জনগণ এবং বিশ্বের অন্যান্য অঞ্চলের মানুষকে বলছে তেলের দাম যাতে না বাড়ে সেজন্য ইরানি তেলের শূন্যতা সৌদি আরব ও অন্যান্য দেশ পূরণ করবে।
তিনি বলেন, কিন্তু বাস্তবতা হচ্ছে ইরান এর আগে প্রতি ব্যারেল তেল বিক্রি করতো ৩০ ডলারে। এখন তা বিক্রি করছে ৮০ ডলারে।

রোববার ইরানের রাজধানী তেহরানে স্বাস্থ্যবীমা বিষয়ক এক অনুষ্ঠানে ইসহাক জাহাঙ্গিরি এসব কথা বলেন। জাহাঙ্গিরি বলেন, ইরানের জ্বালানি তেলের শূন্যতা কেউ পূরণ করতে পারবে না। গত কয়েক মাস ধরে ইরান গড়ে প্রায় ২৫ লাখ ব্যারেল তেল রপ্তানি করেছে। এখন হয়তো কয়েক হাজার ব্যারেল তেল কম বিক্রি হবে। কিন্তু ইরানের জ্বালানি তেলের রপ্তানি বন্ধে হবে না।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!