• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তালেবানের হুমকিতে পালালো সেই ‘লিটল মেসি’!


আন্তর্জাতিক ডেস্ক ডিসেম্বর ৭, ২০১৮, ০৮:৪৮ পিএম
তালেবানের হুমকিতে পালালো সেই ‘লিটল মেসি’!

ঢাকা : আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির জার্সির আদলে তৈরি একটি পলিথিন গায়ে জড়িয়ে সারা বিশ্বে সাড়া জাগিয়েছিলো এক আফগান শিশু। লিটল মেসি হিসেবে খ্যাতি পাওয়া সেই শিশুর সঙ্গে দেখা করেছেন মেসি নিজেও। তবে শেষপর্যন্ত প্রাণ বাঁচাতে দ্বিতীয়বারের মতো আফগানিস্তান নিজের বাড়ি ছেড়ে পালাতে হয়েছে সাত বছর বয়সী এই শিশুকে।

২০১৬ সালে প্লাস্টিক ব্যাগ দিয়ে মেসির জার্সি বানিয়ে তা পরে ছবি তোলে মুরতাজা আহমাদী নামে ওই শিশু। মুহূর্তে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। পরে কাতারে স্বপ্নের নায়কের সাথে সাক্ষাতও হয়েছিলো তার। রীতিমত তারকা হয়ে যান ক্ষুদে মুরতাজা। তবে তার পরিবারের সদস্যরা জানান তালেবানের ভয়ে ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছে তাদের। আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় গজনী প্রদেশে বসবাস করছিলো মুরতাজার পরিবার। হুমকির মুখে পালিয়ে আশ্রয় নিয়েছেন কাবুলে। এর আগে ২০১৬ সালেও তারা পাকিস্তানে স্বল্প মেয়াদে শরণার্থী সুবিধা পেতে আবেদন করেছিলো। কিন্তু পরে অর্থ শেষ হয়ে পড়ায় দেশে ফিরে আসে তার পরিবার।

ছোট থেকেই আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির ভক্ত মুরতাজা। জার্সি কেনার সামর্থ্য নেই, তাই পলিথিন কেটে জার্সি বানিয়ে তার ওপর মেসির নাম ও জার্সি নাম্বার লিখে পরিধান করেছিলো মাত্র পাঁচ বছর বয়সে। পরে সেই জার্সি পরা তার ছবি কেউ একজন পোস্ট করে সামাজিক মাধ্যমে। এরপর সেটি ভাইরাল হয়ে পড়ে আর লোকজনও তাকে 'ছোটো মেসি' ডাকতে শুরু করে। খবরটি পৌঁছায় লিওনেল মেসি পর্যন্ত। ইউনিসেফের মাধ্যমে তিনি নিজের স্বাক্ষর করা জার্সি পাঠান মুরতাজাকে। এছাড়া বার্সা তারকা ২০১৬ সালে দোহাতে প্রীতি ম্যাচ খেলতে গেলে তখন মুরতাজার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করা হয়।

মুরতাজার পরিবারের অভিযোগ, বিখ্যাত হওয়ার কারণেই তালেবানদের টার্গেটে পরিণত হয়েছে মুরতাজা। তার মা শাফিকা বলেন, ‘ওরা বলছে তোমরা ধনী হয়ে গেছো। মেসির কাছ থেকে যা টাকা পেয়েছো তা আমাদের দাও। নাইলে তোমার ছেলেকে নিয়ে যাবো’। তিনি বলছেন বাড়ি থেকে আসার সময় তারা কিছুই সাথে নিতে পারেননি, এমনকি মেসির কাছ থেকে পাওয়া জার্সিটাও।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!