• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাগরিকত্ব বিল নিয়ে মোদিকে কড়া ভাষায় শাসালেন মমতা


আন্তর্জাতিক ডেস্ক  ডিসেম্বর ১০, ২০১৯, ০২:০৩ পিএম
নাগরিকত্ব বিল নিয়ে মোদিকে কড়া ভাষায় শাসালেন মমতা

ঢাকা : কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমরা ৭০ বছর, ১০০ বছর ধরে এখানে রয়েছি। দেশের স্বাধীনতার সময় থেকে রয়েছি। আজ আপনারা ঠিক করবেন কে নাগরিকত্ব পাবে, কে পাবে না।’ ভারতের জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) বিরুদ্ধে জোট বাধার আহ্বান জানিয়েছেন তিনি। 

সোমবার (৯ ডিসেম্বর) খড়্গপুরে এক সভায় তিনি বলেন, ‘আসুন জোট বাধি। একজনকেও দেশ থেকে তাড়ানো চলবে না। নো এনআরসি, নো ডিভাইড অ্যান্ড রুল। মনে রাখবেন, দেশের থেকে বড় কিছুই নয়।’

এনআরসি ও নাগরিকত্ব বিলের (সিএবি) বিরোধিতা করে মমতা বলেন, ‘সিএবি আর এনআরসি কয়েনের এপিঠ-ওপিঠ। আমরা সবাই নাগরিক, ভোট দিই, সবার রেশন কার্ড রয়েছে। কারও স্কুল শংসাপত্র, কাজ করার শংসাপত্র, জমির পাট্টা কিছু না কিছু রয়েছে। এর পরে নাগরিকত্ব নিয়ে কী প্রশ্ন রয়েছে।’

মুখ্যমন্ত্রী অভয় দিয়ে বলেন, ‘ভয় পাবেন না। আমরা থাকাকালীন কারও ক্ষমতা নেই, আপনাদের উপর জোর করে কিছু চাপিয়ে দেবে।’

কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী আরো বলেন, ‘আমরা ৭০ বছর, ১০০ বছর ধরে এখানে রয়েছি। দেশের স্বাধীনতার সময় থেকে রয়েছি। আজ আপনারা ঠিক করবেন কে নাগরিকত্ব পাবে, কে পাবে না।’

সোনালীনিউজ/এএস 

Wordbridge School
Link copied!