• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নেপালকে হারিয়ে এসএ গেমসের ফাইনালে বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ৭, ২০১৯, ০১:৪৫ পিএম
নেপালকে হারিয়ে এসএ গেমসের ফাইনালে বাংলাদেশ

ঢাকা : স্বাগতিক নেপালকে ৪৪ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশ। টাইগারদের দেয়া ১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১১১ রান সংগ্রহ করে স্বাগতিকরা।  

শনিবার (৭ ডিসেম্বর) সকালে ত্রিভূবন বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ।   

তবে শুরুটা ভালো হয়নি। ১৬ রানের মধ্যে হারায় ৩ উইকেট টাইগাররা।  তবে নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেনের ৯৪ রানের জুটিতে ভালো পুজি বাংলাদেশ।

টাইগারদের ইনিংস থামে ৬ উইকেটে ১৫৫ রানে।  আফিফ হোসেন আউট হন ৫২ করে।  আর ৭৫ রানে অপরাজিত থাকেন নাজমুল হোসেন। 

জবাবে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১১১ রানের বেশি করতে পারেনি নেপাল।  সুমন খান, তানভীর, সৌম্য ও মেহেদি ২টি করে উইকেট নেন।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!