• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পছন্দের শীর্ষে থেকেও যে কারণে বাদ হেসন


ক্রীড়া ডেস্ক আগস্ট ১৮, ২০১৯, ১০:২৩ এএম
পছন্দের শীর্ষে থেকেও যে কারণে বাদ হেসন

ঢাকা: বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন দক্ষিণ আফ্রিকান রাসেল ডোমিঙ্গো। বিশ্বকাপ শেষের পর রোডসকে বাদ দেয়ার ফলে এই পদ খালি হয়। অবশেষে পূর্ণ হলো। এতদিন খালি থাকা প্রধান কোচের আসনে কে বসবে সেই নাম ঘোষণা করল বিসিবি। 

শনিবার (১৭ আগস্ট) দুপুরে প্রধান কোচের নাম ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে।

ঘোষণা আগে হেসন এবং রাসেল ডোমিঙ্গোর মধ্যে কে হবে বাংলাদেশের কোচ এটা নিয়ে জল্পনা ছিল। তবে বাংলাদেশকে অবহেলা করে ভারতের কোচের পরীক্ষা দিতে যাওয়ায় বিসিবি কর্তাদের চোখে ব্রাত্য হয়ে পড়েছিলেন হেসন। আর সেই সুযোগে বিসিবি কথা বার্তা এগিয়ে রেখেছিল ডোমিঙ্গোর সাথে।

শেষ পর্যন্ত সাবেক প্রোটিয়া কোচ রাসেল ডোমিঙ্গোকেই বাংলাদেশের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। কিন্তু কথা হল হেসনই ছিল বাংলাদেশের পছন্দের তালিকায় শীর্ষে। তাহলে হঠাৎ করে কি এই একটি মাত্র কারণেই তাকে কোচ করার চিন্তা থেকে সরে এসেছে বিসিবি?

তার উত্তর হল, আছে আরেকটি কারণ। হেসন কোচ হতে আগ্রহ প্রকাশ করেছিল সত্যি, কিন্তু তার চাহিদা ছিল এতটাই বেশি যা দেয়া অসম্ভব বাংলাদেশের জন্য। সে ৫০ হাজার ডলার বেতন চেয়েছিল। এটাও তার কোচ না হতে পারার আরেকটি কারণ।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!