• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপের সেরা দশের একে সাকিব, ছয়ে মুশফিক


ক্রীড়া প্রতিবেদক জুন ২৪, ২০১৯, ০৯:০৬ পিএম
বিশ্বকাপের সেরা দশের একে সাকিব, ছয়ে মুশফিক

ফাইল ছবি

ঢাকা: বিশ্বকাপ শুরুর আগেই তিনি জানিয়েছিলেন, এই বিশ্বকাপকে রাঙিয়ে দেবেন। দিচ্ছেনও তাই। সাকিব আল হাসান কথা রেখেছেন। এখনও অবধি দুই সেঞ্চুরির পাশাপাশি তুলে নিয়েছেন তিনটি ফিফটি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিফটি করতে না পারলেও করেছেন ৪১। সাকিবকে গোটা ক্রিকেটবিশ্বই নতুন করে দেখছে। যেটা স্বয়ং সাকিবও চেয়েছিলেন। তাঁকে নিয়ে প্রশংসার বান ছুটে যাচ্ছে।

কম যাচ্ছেন না সাকিবের সতীর্থ মুশফিকুর রহিমও। তিনিও এর মাঝে একটি সেঞ্চুরি করে ফেলেছেন। পাশাপাশি দুটি ফিফটিও তুলে নিয়েছেন। বিশ্বকাপের সেরা দশ ব্যাটসম্যানের মধ্যে মুশফিক রয়েছেন ছয় নম্বরে।

বিশ্বকাপের সেরা দশ ব্যাটসম্যান:
ব্যাটসম্যান                 ম্যাচ    রান        গড়    স্ট্রাইক     ১০০/৫০
সাকিব আল হাসান       ৬*    ৪৭৬      ৯৫.২০    ৯৯.১৬    ২/৩
ডেভিড ওয়ার্নার           ৬      ৪৪৭      ৮৯.৪০    ৮৭.৩০    ২/২
জো রুট                     ৬      ৪২৪     ৮৪.৮০    ৯২.৭৭    ২/৩
অ্যারন ফিঞ্চ               ৬     ৩৯৬     ৬৬.০০    ১০৯.৬৯    ১/৩
কেন উইলিয়ামসন       ৫    ৩৭৩     ১৮৬.৫০    ৮০.৫৬    ২/১
মুশফিকুর রহিম          ৬*    ৩২৭      ৬৫.৪০    ৯২.৩৭    ১/২
রোহিত শর্মা                ৪    ৩২০     ১০৬.৬৬    ৯৪.৯৫    ২/১
এউইন মরগান           ৬    ২৭০      ৫৪.০০    ১২৪.৪২    ১/১
বিরাট কোহলি            ৪    ২৪৪      ৬১.০০    ১০২.০৯    ০/৩
স্টিভ স্মিথ                  ৬    ২৪৪      ৪০.৬৬    ৮৯.০৫    ০/৩

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!