• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতীয় সেনাবাহিনীর অবাধ যৌনাচার নিয়ে ফিল্ম


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ৭, ২০২০, ১০:৪৪ এএম
ভারতীয় সেনাবাহিনীর অবাধ যৌনাচার নিয়ে ফিল্ম

ঢাকা: ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক লিখিত সার্কুলার দিল ভারতীয় ফিল্ম সেন্সর বোর্ডকে,  ভবিষ্যতে কোনও ছবিতে ভারতীয় সেনাবাহিনী সম্পর্কিত কোনও কিছু দেখাতে হলে প্রতিরক্ষা মন্ত্রকের অনুমতি নিতে হবে। প্রতিরক্ষা মন্ত্রকের সবুজ সংকেত থাকলেই সেই ছবিকে ছাড়পত্র দেয়া যাবে।

ভারত বিখ্যাত তারকা জিতেন্দ্রর  মেয়ে একতা কাপুর  এর  অল্ট বালাজি প্রোডাকসন্স এর একটি ওয়েব সিরিজ নিয়ে দেশজুড়ে বিতর্কের সূত্রপাত হয়েছে।

‘ট্রিপল এক্স আনসেন্সরড টু’  নামের এই ওয়েব সিরিজটিতে ভারতীয় সেনাবাহিনীর অবাধ যৌনাচার এবং সেনা অফিসারদের অবর্তমানে তাদের স্ত্রীদের পরপুরুষের সঙ্গে যৌনসংসর্গের বিকৃত রুচি পরিবেশন করা হয়েছে।

অল্ট বালাজি ও একতা কাপুরের বিরুদ্ধে এরপর বিক্ষোভ সংগঠিত হয় শিলিগুড়ি, হায়দরাবাদ,  দিল্লি ও রাজস্থানে। প্রতিবাদ জানায় শহীদ কল্যাণ ফাউন্ডেশন। ছবিটিতে অশোক স্তম্ভ,  ভারতীয় সেনাবাহিনী ও দেব দেবীরও  যথেচ্ছ অবমাননা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। দেশ জোড়া প্রতিবাদের পর অল্ট বালাজির  পক্ষে একতা কাপুর জানান,  বিতর্কিত দৃশ্যগুলি স্ট্রিমিং প্লাটফর্ম থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।

এরপরই  ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক ওই  নির্দেশনা জারি করলো।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!