• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেয়রের চুল কেটে রঙ মেখে দিলেন বিক্ষোভকারীরা (ভিডিও)


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ৮, ২০১৯, ১২:৩৯ পিএম
মেয়রের চুল কেটে রঙ মেখে দিলেন বিক্ষোভকারীরা (ভিডিও)

ঢাকা : বলিভিয়ার ক্ষমতাসীন মাস পার্টির একজন মেয়রকে বিরোধী দলের আন্দোলনকারীরা সারা শরীরে লাল রং মেখে জোর করে তার চুল কেটে দেয়।  এদেশটির কোচাম্বাবা রাজ্যের ভিন্টো শহরে বৃহস্পতিবার এই ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, প্যাট্রিসিয়া আর্স নামে ওই মেয়রকে পদত্যাগের চিঠিতে স্বাক্ষর করতে বাধ্য করে বিক্ষোভকারীরা। এরপর তারা টাউন হলে আগুন লাগিয়ে দেয়। কয়েক ঘণ্টা অপমান-অপদস্থের পর পুলিশ মেয়রকে উদ্ধার করে নিয়ে যায়। এর আগে বিক্ষোভকারীরা তাকে রাস্তায় খালি পায়ে টানা-হেঁচড়া করেছে।

মেয়র

গত ২০ অক্টোবর রাষ্ট্রপতি নির্বাচনের পর থেকে বলিভিয়ায় চলমান সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত কমপক্ষে তিনজন নিহত হয়েছে।

অভিযোগ উঠেছে, বিক্ষোভকারীরা ভিন্টো শহরের একটি ব্রিজ অবরোধ করেছিলেন। অবরোধকারীদের হটিয়ে দেওয়ার জন্য সরকার সমর্থকদের উসকে দেন মেয়র প্যাট্রিসিয়া আর্স। বিক্ষোভে প্রাণহানির জন্যও মেয়রকে দোষারোপ করেছে বিক্ষোভকারীরা।

‘খুনী, খুনী’ স্লোগান দেওয়ার সময় মুখোশধারীরা তাকে খালি পায়ে রাস্তায় ব্রিজের কাছে টেনে নিয়ে যায়। সেখানে তারা মেয়রের চুল কেটে লাল রঙ মাখিয়ে দেয়।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!