• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিঙ্গাপুরে মোশাররফ রুবেলকে অপেক্ষায় রেখেছে বায়োপসি রিপোর্ট


ক্রীড়া প্রতিবেদক মার্চ ২১, ২০১৯, ০৮:২২ পিএম
সিঙ্গাপুরে মোশাররফ রুবেলকে অপেক্ষায় রেখেছে বায়োপসি রিপোর্ট

ছবি: সংগৃহীত

ঢাকা: সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ব্রেন টিউমারে আক্রান্ত ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের মস্তিষ্কে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি এখন কথাও বলতে পারছেন, স্বাভাবিক খাবার খেতে পারছেন। জানিয়েছেন রুবেলের স্ত্রী ফারজানা রুপা। এখন অপেক্ষা বায়োপসি রিপোর্টের।  

মোশাররফ রুবেলের স্ত্রী ফারজানা রুপার সঙ্গে কথা ক্রীড়া সাংবাদিক জাহিদ চৌধুরী জানান, ফারজানা রুপা তাকে বলেছেন, রুবেল এখন স্বাভাবিক খাবার খেতে শুরু করেছেন। তবে বায়োপসি রিপোর্টের আগে কিছু বলা যাচ্ছে না। বায়োপসি রিপোর্ট পাওয়া যাবে কাল-পরশুর মধ্যে। সে রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে, ক্যান্সারের জীবাণু আছে কিনা। তারপর ডাক্তাররা জানাবেন, পরবর্তী করণীয়।

উল্লেখ্য, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএলের ষষ্ঠ আসরে খেলার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেছিলেন মোশাররফ হোসেন রুবেল। জ্ঞান ফিরলে এই বাঁহাতি স্পিনারকে  চেকআপের পরামর্শ দিয়েছিলেন বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী। গত সপ্তাহে পরীক্ষা নিরীক্ষা করে যা জানতে পারলেন তাতে চমকে উঠারই কথা। ব্রেইন টিউমারে আক্রান্ত হয়েছেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।

রুবেলের চিকিৎসা বাবদ খরচ হবে প্রায় ৪০ লাখ টাকা। এত টাকা রুবেলের কাছে নেই। তবে সমস্যাও নেই, এরইমধ্যে তার পাশে দাঁড়িয়েছেন মাশরাফি, সাকিব, তামিমসহ জাতীয় দলের ক্রিকেটাররা। এগিয়ে এসছে বিসিবির বিভিন্ন কর্মকর্তারা। দুঃসময়ে সতীর্থ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনেককে পাশে পেয়ে ফেসবুকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই ক্রিকেটার।

দেশ ছাড়ার আগে বিমানবন্দরে রুবেল বলেন, ‘ইনশাআল্লাহ্‌ দ্রুতই সুস্থ হয়ে যাবো। সার্জারির পর বায়োপসি রিপোর্টটা খুব গুরুত্বপূর্ণ। সবাই দোয়া করবেন যেন ক্যান্সার বা ওরকম কিছু না হয়। তাহলে হয়ত সুস্থতা পেতে আরও বিলম্ব হবে। ব্রেন থেকে ( টিউমার ) পুরোটা তো ফেলে দেওয়া যায় না। ব্রেনের অনেক সেল আছে আরও অনেক কিছু আছে। ওগুলো ক্ষতিগ্রস্ত হলে আবার শারীরিক সমস্যা দেখা দিতে পারে। ওরা সেই অনুযায়ীই চিকিৎসা করবে। যতটুকু থেকে যাবে ওটা রেডিওথেরাপি বা কেমোথেরাপি দিয়ে নির্মূল করবে।’

ব্যক্তিগত উদ্যোগে চিকিৎসা করাতে গেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) পাশে পাচ্ছেন রুবেল। মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বিশেষজ্ঞদের সঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজে কথা বলেছেন এ ক্রিকেটারের চিকিৎসার ব্যাপারে।

বয়স ৩৭ পেরিয়ে গেলেও ঘরোয়া ক্রিকেটে সরব উপস্থিতি রুবেলের। বাংলাদেশের জার্সিতে ৫টি ওয়ানডে খেলেছেন এ বাঁহাতি স্পিনার।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!