• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১০ কোটি ৭৫ লাখ রুপিতে বিক্রি হলেন ম্যাক্সওয়েল


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ১৯, ২০১৯, ০৪:৩৮ পিএম
১০ কোটি ৭৫ লাখ রুপিতে বিক্রি হলেন ম্যাক্সওয়েল

ঢাকা: অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হলো আসন্ন আইপিএলের মেগা নিলাম। কলকাতার বিখ্যাত পাঁচতারকা গ্র্যান্ড হোটেলে বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হয় প্লেয়ার্স ড্রাফট। ভারতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন পাসের প্রতিবাদে উত্তাল শহরটি। এর মধ্যেই সেখানেই গড়ালো ২০২০ আইপিএলের নিলাম।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের নিলাম শুরু হয়। তাই শুধু ভারতীয়রাই নয়, এই নিলামে চোখ থাকছে সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।

আগামী বছর ২০২০ সালের ২৩ মার্চ আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরের পর্দা উঠবে। আজ ১৯ ডিসেম্বর সিটি অব জয়খ্যাত কলকাতায় বসেছে আইপিএলের আসন্ন আসরের মেগা নিলাম।

এদিকে, অলরাউন্ডার হিসেবে ১০ কোটি ৭৫ লাখ ভারতীয় রুপি দিয়ে ম্যাক্সওয়েলকে কিনে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। ২ কোটি রুপি ভিত্তিমূল্যে ধরা হয়েছিল ম্যাক্সওয়েলের।

 ব্যাটসম্যানদের প্রথম সেটে ২ কোটি ভারতীয় রুপি ভিত্তিমূল্য ছিল অস্ট্রেলিয়ান তারকা ক্রিস লিনের। ভিত্তিমূল্যেই তাকে দলে টেনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। অন্যদিকে ৫ কোটি ২৫ লাখ রুপিতে ইংলিশ অধিনায়ক ইয়ন মরগানকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। 

৩ কোটি রুপিতে রবিন উথাপ্পাকে দলে টেনেছে রাজস্থান রয়্যালস। ১ কোটি ৫০ লাখ রুপিতে দিল্লি ক্যাপিটালস দলে নিয়েছে জেসন রয়কে। ৪ কোটি ৪০ লাখ রুপিতে অ্যারন ফিঞ্চকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!