• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জার্মানিতে ইসলামবিরোধী বিক্ষোভ


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১২, ২০১৬, ০৭:৫৫ পিএম
জার্মানিতে ইসলামবিরোধী বিক্ষোভ

সোনালীনিউজ ডেস্ক
জার্মানির লিপজিগে উগ্র ডানপন্থীদের ইসলাম বিরোধী সহিংস বিক্ষোভের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২১১ জনকে আটক করেছে পুলিশ।

প্রায় দুই হাজার বিক্ষোভকারী সোমবার লিপজিগের রাস্তায় নেমে ইসলামবিরোধী স্লোগান দেয়। তারা মেরকেল সরকারের অভিবাসীদের প্রতি 'খোলা দরজা নীতি'র বিরোধিতা করে। এসময় প্রায় আড়াইশ মানুষ ভাংচুর শুরু করে। তারা আতশবাজি নিয়ে হামলা চালালে একটি ভবনেও আগুন ধরে যায়।
 
 দেশটিতে বর্ষবরণের রাতে যৌন হয়রানি ও ছিনতাইয়ের বিরুদ্ধে দেশটিতে যখন হাজার মানুষ শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করছে ঠিক সেসময়ই এই ঘটনা ঘটলো। যৌন হয়রানির জন্য দেশটিতে আসা অভিবাসীদের দায়ী করা হচ্ছে। কর্মকর্তারা বলছে, থার্টি ফার্স্ট নাইটে কোলন শহরে সিরিয়া ও লিবিয়া থেকে আসা অভিবাসীরা নারীদের ওপর সংঘবদ্ধভাবে হামলা চালায়।
 
এর প্রতিক্রিয়ায় রবিবার অভিবাসীদের ওপর হামলার ঘটনা ঘটে। সেই ঘটনায় ১১ জন আহত হন। এরা পাকিস্তান, সিরিয়া, গিনি থেকে যাওয়া। সরকার এই হামলাকে অমার্জনীয় ঘোষণা দিয়ে জড়িতদের বিচারের মুখোমুখি করার আশ্বাস দিয়েছে। সূত্র: বিবিসি

Wordbridge School
Link copied!