• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চান মাশরাফি


ক্রীড়া প্রতিবেদক মার্চ ৩১, ২০১৭, ০৭:১৩ পিএম
আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চান মাশরাফি

ঢাকা: বাংলাদেশ দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজে যেখানে দাঁড়িয়ে সেখান থেকে ভয়ের কিছু নেই। প্রথম ম্যাচে জয়। দ্বিতীয় ওয়ানডে ভেসে গেল বৃষ্টিতে। শনিবার (১ এপ্রিল) তৃতীয় ও শেষ ম্যাচটি জিতলে সিরিজ জিতে নেবে মাশরাফি বিন মুর্তজার বাংলাদেশ।

হেরে গেলেও সিরিজ হারতে হবে না। এই যখন সমীকরণ তখন বাংলাদেশ দলপতি কেন চাইবে ম্যাচটি রক্ষণাত্মক মনোভাব নিয়ে  খেলতে? মাশরাফিও সেটা চাইছেন না। তিনি চান আক্রমণাত্মক ক্রিকেট খেলে সিরিজটা নিজেদের করে নিতে।

শুক্রবার (৩১ মার্চ) সংবাদমাধ্যমের সামনে এসে মাশরাফি বললেন,‘ হয় রক্ষণাত্মক নয়ত আক্রমণাত্মক খেলতে হবে। আর ক্রিকেটে জিততে হলে রক্ষণাত্মক হয়ে খেলা যায় না। আমার মতে নির্ভার থাকাটাই ভালো। কারণ দল পরপর দুটি ম্যাচ ( টেস্ট ও ওয়ানডে) জিতেছে। নির্ভার থেকে পরিকল্পনা করেই খেলা উচিৎ। তবে সবসময় চাইব যেন আক্রমণাত্মকই খেলতে পারি।’

২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপ সরাসরি খেলতে চাইলে র‌্যাংকিং একটা বড় ফ্যাক্টর। এই সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশকে থাকতে হবে সেরা আটের মধ্যে। এখন র‌্যাংকিংয়ে মাশরাফিরা রয়েছে সাত নম্বরে। তাই সিরিজের শেষ ম্যাচটি জিতলে সাত নম্বর জায়গাটি আরো শক্ত হবে। তবে মাশরাফি র‌্যাংকিং নিয়ে চিন্তা করছেন না।

তিনি একটা একটা করে ম্যাচ ধরে ধরে এগোতে চান,‘ আমরা আসলে ওসব নিয়ে ভাবছি না। এটা সবসময় ছেলেদের ওপর চাপ সৃষ্টি করে। আমরা একটা একটা করে ম্যাচ খেলতে চাই। দেখা যাক, কী হয়।’

তৃতীয় ম্যাচটি হবে কলম্বোর সিংহলিজ (এসএসসি) স্পোর্টস ক্লাব মাঠে। মাশরাফি ভাবছেন এই মাঠের উইকেট নিয়ে। তিনি বলেন, ‘ ইতিহাস বলছে এ উইকেটে সাধারণত ২৭০ থেকে ২৯০ রান ওঠে। এর মানে খুব সহজেই তিন’শ পার করা সম্ভব। তাই মানসিকভাবে আমাদের প্রস্তুত থাকতে হবে।’

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!