• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কিউই বধে বোলারদের অবদান ভুলে যাবেন না


ক্রীড়া প্রতিবেদক মে ২৫, ২০১৭, ১২:৫৩ এএম
কিউই বধে বোলারদের অবদান ভুলে যাবেন না

ঢাকা: শুরুতে নিউজিল্যান্ড ভয় ধরিয়ে দিয়েছিল। তাদের স্কোর যে উঠে গেছে ১ উইকেটে  ১৫৬। এরকম জায়গা থেকে একটা দলের স্কোর কতদূর যেতে পারে সেটা সহজেই অনুমান করা যায়। ২৯ ওভারের শুরুতে কেউ যদি নিউজিল্যান্ডের সম্ভাব্য স্কোরটা ৩৪০-৩৫০ ধরে থাকেন, তাঁকেও দোষ দেওয়া যাবে না। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের মতো এই ম্যাচটাও বের হয়ে যাচ্ছে কি না এ নিয়েও আলোচনা হয়েছে।

এরকম অবস্থা থেকে  নিউজিল্যান্ডকে ৮ উইকেটে ২৭০ রানে বেঁধে ফেলাতে বোলারদের কৃতিত্ব দিতেই হবে। বাংলাদেশকে দারুণভাবে ম্যাচে ফিরিয়েছেন মাশরাফি-সাকিব। জিমি নিশাম, কলিন মানরো, কোরি অ্যান্ডারসন—এই তিন মারকুটে ব্যাটসম্যানকে দুজন ফিরিয়েছেন।

বলা চলে মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের অভিজ্ঞতার কাছে হার মানল নিউজিল্যান্ড। তাতেই ৪ উইকেটে ২২৪ থেকে স্কোরটা হয়ে গেল ৭ উইকেটে ২২৬। শেষ ১০ ওভারে নিউজিল্যান্ড তুলতে পারল মাত্র ৫৩ রান! অভিজ্ঞ রস টেলর এক দিকে প্রতিরোধ গড়েছিলেন। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৬০ রানে।

সাকিব-মাশরাফি দুজনের নামের পাশে ২টি করে উইকেট। সাত মাস পর দলে ফিরে প্রথম ওভারে দুটি চারসহ ১০ রান দেওয়া নাসিরও পরে দারুণভাবে ফিরে এসে ২ উইকেট তুলে নিয়েছেন। শুরুর ধাক্কাটা দিয়েছেন মোস্তাফিজ। অন্য উইকেটটি রুবেল হোসেনের। বাংলাদেশের বোলাররা আজ কাঁধ মিলিয়ে লড়েছে। শুরুতে বাজে বোলিং করা নাসিরই শুরু করেছিলেন ল্যাথাম-ব্রুম দুজনকেই ফিরিয়ে। দ্বিতীয় উইকেট ভোগাতে থাকা ১৩৩ রানের জুটির দুজনকেই ফিরিয়েছেন সাজঘরে। দুর্দান্ত ফর্মে থাকা ল্যাথাম নাসিরের বলে বোল্ড হওয়ার আগে ৮৪ রান করেছেন।

ল্যাথাম যখন অবশেষে আউট হয়েছেন, নিউজিল্যান্ডের স্কোর তখন ১৬৭। এর আগে ১৫৬ রানে ফিরেছেন ৬৩ রান করা ব্রুম। তিনিও নাসিরের অফ স্পিনের শিকার। তবু নিউজিল্যান্ডের রান তোলার গতিতে বাঁধ দেওয়া যাচ্ছিল না। সাকিব-মাশরাফির যুগলবন্দী এরপরই হাজির। ৩ উইকেটে ২০৮ রান তুলে ফেলা নিউজিল্যান্ড পরে দিশেহারা হয়ে পড়েছে।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!