• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ক্রোয়েশিয়ার সঙ্গে হেরে গেলে কী হবে আর্জেন্টিনার?


ক্রীড়া ডেস্ক জুন ১৯, ২০১৮, ১০:৩২ পিএম
ক্রোয়েশিয়ার সঙ্গে হেরে গেলে কী হবে আর্জেন্টিনার?

ফাইল ফটো

ঢাকা: আইসল্যান্ডের বিপক্ষে মেসিরা ১-১ গোলে ড্র করায় ভয় ধরিয়ে দিয়েছে আর্জেন্টাইন সমর্থকদের। বৃহস্পতিবার (২১ জুন) ক্রোয়েশিয়ার বিপক্ষে কি হবে মনে করে উদ্বিগ্ন হয়ে পড়েছে আর্জেন্টাইনরা। এই ম্যাচে হারলে বাড়ি ফেরার বিমানে উঠতে হতে পারে লিওনেল মেসিদের! অবশ্য পরের ম্যাচ নাইজেরিয়ার সঙ্গে জিতলেও অন্য ম্যাচের ওপর নির্ভর করে থাকতে হবে আর্জেন্টিনাকে।

মেসিরা নিশ্চয় এতসব জটিল সমীকরণে যেতে চাইবেন না। তারা সরাসরি ক্রোয়েশিয়াকে হারিয়ে দিতেই চাইবেন। কিন্তু সেটি কি এত সহজে সম্ভব? আর্জেন্টিনার ১৯৭৮ বিশ্বকাপ জয়ী তারকা অসভালদো আর্দিলেস বলছেন, না পারার তো সুযোগই নেই।

নিজের লেখা কলামে মেসিদের জন্য সতর্কবার্তাই উচ্চারণ করেছেন আর্দিলেস। এই ম্যাচে শুধু তো আক্রমণ নয়, আর্জেন্টিনাকে ভাবতে হবে নিজের রক্ষণ নিয়েও।
আর্দিলেস লিখেছেন, ‘আইসল্যান্ডের মতো কিন্তু ক্রোয়েশিয়া কেবল ঠেকিয়ে খেলবে না। ওরা আক্রমণও করবে। ওদের কাছে হারলে আমাদের বাড়ি ফেরা ছাড়া আর উপায় নেই। ক্রোয়েশিয়ার বিপক্ষে হার এড়াতে হলে আমাদের সবকিছুতেই পরিবর্তন আনতে হবে। গত শনিবারের ম্যাচে আমরা খুবই খারাপ খেলেছি। ডিফেন্স দুর্বল ছিল, মিডফিল্ডের তো অস্তিত্বই খুঁজে পাচ্ছিলাম না।’

আইসল্যান্ডের বিপক্ষে আর্দিলেস বলছেন, ‘সত্যি বলতে, আমরা খারাপ খেলেছিলাম সেদিন। আর্জেন্টিনা পরের ম্যাচগুলোতে কেমন খেলবে, তা নিয়েই চিন্তা। অবশ্যই আইসল্যান্ড যেভাবে ডিফেন্ড করেছে, তা কঠিন করে দিয়েছিল আর্জেন্টিনার জন্য। কিন্তু আমাদের অবশ্যই জানা উচিত, এত কঠিন ডিফেন্ডের ফাঁক গলিয়ে কীভাবে গোল করতে হয়।’

ক্রোয়েশিয়ার দলটিতে তারকার অভাব নেই। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে রিয়াল মাদ্রিদে খেলেন লুকা মডরিচ। আর্দিলেস লিখেছেন, ‘ক্রোয়েশিয়া খুবই ভালো দল, ওদের বেশির ভাগ খেলোয়াড়ই ইউরোপের ভালো দলগুলোতে খেলে। ওদের তারকা খেলোয়াড় লুকা রিয়াল মাদ্রিদে খেলছে, ইভান রাকিটিচ খেলছে বার্সেলোনায়। মারিও মানজুকিচ খেলছে জুভেন্টাসে। খুবই গোছানো একটি দল। ওদের বিপক্ষে জয় ছিনিয়ে আনা খুবই কঠিন হবে আর্জেন্টিনার জন্য।’

আর্জেন্টিনা যদি জিততে না পেরে ম্যাচ ড্র করে তাহলে দুই ম্যাচ মিলিয়ে তাদের পয়েন্ট দাঁড়াবে ২। পরের ম্যাচ নাইজেরিয়ার সঙ্গে জিতলে পয়েন্ট হবে ৫। তখন হয়তো অন্যদের ওপর নির্ভর করতে হবে। এসব সমীকরণে যেতে না চাইলে আর্জেন্টিনাকে জিততেই হবে। বৃহস্পতিবার (২১ জুন) বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে এই ম্যাচটি।

সোনালীনিউজ/আরআইবি/এমএইচএম

Wordbridge School
Link copied!