• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চোটে কোল্টার নাইল, পুণের বিপক্ষে খেলবেন সাকিব?


ক্রীড়া ডেস্ক এপ্রিল ২৬, ২০১৭, ০২:১৬ পিএম
চোটে কোল্টার নাইল, পুণের বিপক্ষে খেলবেন সাকিব?

ঢাকা: হালকা চোটে পড়েছেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অস্ট্রেলিয় পেসার নাথান কোল্টার নাইল। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিরুদ্ধে তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা হওয়া এই পেসার রাইজিং পুণে সুপারজায়ান্টসের বিপক্ষে খেলতে পারবেন না। তাই তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে।  বুধবার তাঁর বদলি হিসাবে সাকিব আল হাসানকে খেলানো হতে পারে।

মঙ্গলবার পুণেতে মহারাষ্ট ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে অনুশিলনের আগে সাংবাদ সম্মেলনে কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর বলেছেন, ‘আমরা ওকে (নাইলকে) অতিরিক্ত পরিশ্রম করাতে চাই না। সামনে কঠিন সূচি। এই ম্যাচটার পরে পরপর আরও দু’টো ম্যাচ খেলতে হবে। ওকে পরিশ্রান্ত করে তুলতে চাই না। এই ম্যাচে খেলানোর চেয়ে বাকি টুর্নামেন্টে ফিট হিসাবে ওকে পাওয়াটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। তাই নাইলকে চারদিনের বিশ্রাম দেওয়া হয়েছে। টিম ম্যানেজমেন্টের এটা একটা দুর্দান্ত সিদ্ধান্ত।’

নাইট অধিনায়কের কথায় বারবারে উঠে এসেছে ঠাসা সূচি নিয়ে উদ্বেগ। ছয় দিনের মধ্যে তিনটি ম্যাচ খেলতে হচ্ছে কেকেআরকে।গম্ভীর বলেন ‘এখানে রাতে ম্যাচ খেলে পরেরদিনই কলকাতায় ফিরতে হচ্ছে। ২৮ এপ্রিল বিকেলে ম্যাচ খেলতে হবে ইডেনে। পরের দিনে আবার সফর করতে হবে এবং ৩০ তারিখ আমরা ম্যাচ খেলব। স্পষখুব কঠিন সূচি।’

বুধবার গম্ভীরদের প্রতিপক্ষ যারা, সেই পুণে টুর্নামেন্টের শুরুটা প্রত্যাশিতভাবে করতে পারেনি। প্রথম চারটি ম্যাচের মধ্যে তিনটিতেই হারতে হয়েছিল স্টিভ স্মিথদের। মনে করা হচ্ছিল , গতবারের মতো এবারও হয়ত পয়েন্ট টেবিলের নীচের দিকেই শেষ করতে হবে পুণেকে। কিন্তু তারপর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে পুণে। টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এসেছেন স্মিথরা। প্লে-অফের দৌড়েও দলটি ভালোভাবেই রয়েছে।

কেকেআরের কাজটা কঠিন করে তুলতে পারেন আরও একজন। টুর্নামেন্টের শুরুতে রান না পেলেও যিনি দারুণভাবে প্রত্যাবর্তন ঘটিয়েছেন। মহেন্দ্র সিংহ ধোনি। ব্যাটে যিনি ফের ফিনিশারের ভূমিকায়। পাঁচদিন আগে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৩৪ বলে তাঁর অপরাজিত ৬১ রানের ঝড় ম্যাচ জিতিয়েছিল পুণেকে। নাইটদের চিন্তার বিষয়, ধোনির সেই তাণ্ডবের পিচেই বুধবার পরীক্ষা দিতে হবে কেকেআরকে।

সোনালীনিউজ/এমটিআই

 

 

Wordbridge School
Link copied!