• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টস জিতে ফের ফিল্ডিংয়ে বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক অক্টোবর ৬, ২০১৭, ০১:৫১ পিএম
টস জিতে ফের ফিল্ডিংয়ে বাংলাদেশ

ঢাকা: প্রথম টেস্টে টসে জিতে ফিল্ডিং নেওয়া নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। পচেফস্ট্রুম আর ব্লুমফন্টেইনের উইকেটের মধ্যে বেশ পার্থক্য আছে। সেই পার্থক্যটা ধরতে পেরেই কিনা ম্যানগাউং ওভালে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে মুশফিক বাহিনী।

ব্লুমফন্টেইনের এই মাঠে এমনিতেই বেশি টেস্ট ম্যাচের আয়োজন করা হয়না। এখন পর্যন্ত মাত্র ৪টি টেস্ট অনুষ্ঠিত হয়েছে এই ভেন্যুতে। বলা বাহুল্য যে সবকটিতেই জয়ী দলের নাম দক্ষিণ আফ্রিকা। যে কারণে ম্যানগাউং ওভাল প্রোটিয়াদের জন্য 'পয়মন্ত'। এই মাঠেই ২০০৮ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিল দক্ষিণ আফ্রিকা।

বাউন্সি উইকেটের জন্য খ্যাত ম্যানগাউং ওভালে সেই ম্যাচটিতে  ইনিংস ও ১২৯ রানের ব্যবধানে হারতে হয়েছিল টাইগারদের। সেই ভেন্যুতেই শুক্রবার দ্বিতীয় টেস্টে মাঠে নামছে তামিম বিহীন বাংলাদেশ। ২০০৮ সালে বাংলাদেশের বিপক্ষে সেই টেস্টের পর আর কোনো টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়নি।

সেই বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই আবারও টেস্ট ক্রিকেট ফিরছে এই ভেন্যুতে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!