• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পারফরম্যান্সকে টিকে থাকার ওষুধ বললেন নাসির


ক্রীড়া প্রতিবেদক আগস্ট ২০, ২০১৭, ০৮:৫১ পিএম
পারফরম্যান্সকে টিকে থাকার ওষুধ বললেন নাসির

ঢাকা: অনেক দিন ধরেই ক্রিকেটে বহুল চর্চিত বিষয় ‘নাসির কেন দলে নেই’। সেই নাসির দুই বছর পর টেস্ট দলে ফিরলেন। আগের নাসির আর এই নাসিরের মধ্যে বেশ পার্থক্য। অনেকটা আমুদে রংপুরের অলরাউন্ডার এখন সিরিয়াস। সেটি কথা বলাতেও। রোববার (২০ আগস্ট) সংবাদ সম্মেলনে এসে গম্ভীরভাবেই কথা বললেন নাসির।

তবে নিজের চরিত্র বোঝাতে খুব বেশি সময় নিলেন না। ২৫ বছর বয়সী নাসিরকে প্রশ্ন করা হয়েছিল দুই বছর আগে টেস্ট দল থেকে বাদ পড়া নাসির আর এই নাসিরের মধ্যে কী পার্থক্য? উত্তর দিতে সময় না নিয়ে চট করে বললেন, ‘আগে নাসিরের গোঁফ ছিল না, এখন আছে’। পরমুহূর্তেই নাসিরের সংযোজন, ‘পার্থক্য তেমন কিছু না। বাদ পড়েছি...খারাপ করলে একজন খেলোয়াড় দলে থাকবে না এটাই স্বাভাবিক। আবার এটাও সত্য, ভালো খেললে আবার এখানে আসা যাবে। বাদ পড়ার পর থেকেই চেষ্টা করেছি ভালো খেলতে। ক্যারিয়ারে অনেক ভুল ছিল। চাইলে আরও লম্বা ইনিংস খেলতে পারতাম। একটু ক্যাজুয়াল ছিলাম। এখন চেষ্টা করি যত বেশি সম্ভব উইকেটে থেকে ব্যাটিং করার।’

জাতীয় লিগের সর্বশেষ পারফরম্যান্স দেখলে বোঝায় কতটা ধারাবাহিক ছিলেন নাসির। ১০৯.৩৩ গড়ই তাঁর হয়ে কথা বলছে। মোট রান ৩২৮। প্রথম শ্রেণির ক্যারিয়ারে ডাবল সেঞ্চুরিও এসেছে এই মৌসুমে। আর এবারের ঢাকা প্রিমিয়ার লিগে নাসিরকে তো কোনও বোলারই আউট করতে পারছিলেন না। তাই গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে তাঁর গড়টাও অবিশ্বাস্য-২৪০! ৪৮০ রান করে দলটিকে চ্যাম্পিয়ন বানাতে বড় ভুমিকা রেখেছেন নাসিরই। যেখানেই খেলেছেন রান পেয়েছেন। গত সপ্তাহে চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচেও ফিফটির দেখা পেয়েছেন। বলা চলে পারফরম্যা্ন্সের পুরস্কারস্বরুপ প্রথম টেস্টের দলে ডাক পেয়েছেন নাসির।

নাসির এখন বুঝে গেছেন ধারাবাহিক না হলে টিকে থাকা যায় না, ‘পারফরম্যান্সই এখানে শেষ কথা। এটা ছাড়া কোথাও টিকে থাকার সুযোগ নেই। পারফরম্যান্স হচ্ছে সবকিছুর ওষুধ। চেষ্টা করব ভালো খেলতে। সত্য কথা বলতে সামনে যে টেস্ট আছে, এসব নিয়ে চিন্তা করছি না। জানি, যদি এখানে ভালো করতে পারি, সুযোগ অবশ্যই আসবে। যদি ভালো না খেলতে পারি, সুযোগগুলো আসবে না।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!