• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকে অভিনন্দন সাঙ্গাকারা-মাহেলার


ক্রীড়া প্রতিবেদক মার্চ ১৯, ২০১৭, ০৮:২১ পিএম
বাংলাদেশকে অভিনন্দন সাঙ্গাকারা-মাহেলার

ঢাকা: একটা সময় ছিল টেস্টে শ্রীলঙ্কার মাটিতে নাস্তানাবুদ হতে হয়েছে বাংলাদেশকে। যারা এতে ভুমিকা রেখেছেন তাদের অন্যতম কুমার সাঙ্গাকারা আর মাহেলা জয়াবর্ধনে। আজ তারা নেই কোনো ফরম্যাটেই। তবে এগিয়েছে বাংলাদেশের ক্রিকেটও। তাইতো নিজেদের শততম টেস্টে লঙ্কানদের মাটিতে তাদের হারিয়ে উৎসবে মেতেছে টাইগাররা। ঐতিহাসিক এই জয়ে মুশফিকদের অভিনন্দন জানিয়েছেন সাঙ্গাকারা জয়াবর্ধনে।

এক টুইট বার্তায় সাঙ্গাকারা লিখেছেন, ‘বাংলাদেশের এই জয় অসাধারণ। নিজেদের শততম টেস্টে সাহস ও প্রত্যয় দেখিয়েছে তারা। এটা  দারুণ এক টেস্ট ম্যাচ।’ গল টেস্টে হারের পর কলম্বোয় দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে, শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ সমতা এনেছে বাংলাদেশ। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও সিরিজের নিষ্পত্তি না হওয়াটা একটু আফসোসও তৈরি হচ্ছে সাঙ্গাকারার, ‘সবচেয়ে সুন্দর হতো যদি সিরিজে আরও একটা টেস্ট থাকত। হতাশার বিষয় হচ্ছে, সেটা নেই। সামনে এটা ভেবে দেখা যেতে পারে।’

বাংলাদেশের টেস্ট জয়ে অভিনন্দন জানিয়েছেন আরেক মাহেলা জয়াবর্ধনেও। তিনি লিখেছেন, ‘অভিনন্দন বাংলাদেশ। প্রথম টেস্টে হারের পর অসাধারণ ঘুরে দাঁড়িয়েছে তারা। শ্রীলঙ্কা যেভাবে লড়েছে তাতে গর্বিত।’ তাঁদের আরেক সতীর্থ ও বর্তমান ধারাভাষ্যকার রাসেল আরনল্ড লিখেছেন, ‘দারুণ করেছে বাংলাদেশ। বিশেষ উপলক্ষে অসাধারণ অর্জন।’ তবে রাসেল ভীষণ মুগ্ধ তামিম ইকবালের ৮২ রানের দুর্দান্ত ইনিংসে, ‘তামিম খুব সুন্দর খেলেছে। ওর ব্যাটিংয়ে সবই ঠিক ছিল।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!