• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘বাংলাদেশকে নতুন করে শুরু করতে হবে’


ক্রীড়া ডেস্ক মে ২৫, ২০১৭, ০৫:৩৭ পিএম
‘বাংলাদেশকে নতুন করে শুরু করতে হবে’

ঢাকা: ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে টেস্ট স্ট্যাটাস পাওয়া সব দলের বিপক্ষে বিদেশের মাটিতে জয়ের বৃত্ত পূরণ করেছে বাংলাদেশ। তবে টাইগারদের জন্য সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে উঠে আসা। পাশাপাশি ২০১৯ বিশ্বকাপ সরাসরি খেলা প্রায় নিশ্চিত হয়েছে। এই জয় নিঃসন্দেহে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাশরাফি বিন মুর্তজার দলকে আত্মবিশ্বাস জোগাবে। তবে এই আত্মবিশ্বাস কথাটির সাথে একমত নন নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম।

আগামী ৯ জুন ওয়েলসের কার্ডিফে গ্রুপের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে কিউইদের বিপক্ষে জয় লাল সবুজের দলকে অতিরিক্ত আত্মবিশ্বাস যোগাবে। কিন্তু এটি মানতে রাজী নন টম ল্যাথাম। তিনি বলেছেন, ‘চ্যাম্পিয়নস ট্রফি সম্পূর্ণ ‘নতুন’ এক মঞ্চ, সেখানে ভিন্ন পরিবেশ। চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে যখন আবারও আমরা মুখোমুখি হব, সেটা হবে নতুন একটা ম্যাচ। সুতরাং বাংলাদেশকেও নতুন করেই শুরু করতে হবে।’

অবশ্য বেশ কয়েকজন সেরা ক্রিকেটারকে ছাড়াই আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলেছে নিউজিল্যান্ড। দলের সাথে আসেননি নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন, ওপেনার মার্টিন গাপটিল, পেসার টিম সাউদি, ট্রেন্ট বোল্টদের মতো তারকারা। তারা ব্যাস্ত ছিলেন আইপিএল নিয়ে। তবে চ্যাম্পিয়নস ট্রফির দলে রয়েছেন তারা। সেই দিকে ইঙ্গিত করে আয়ারল্যান্ডে দলের বলেন, ‘দলে বড় পরিবর্তন আসবে। আমরা দুটি প্রস্তুতি ম্যাচ খেলব। এটা দল গোছাতে সহায়তা করবে। তাছাড়া এখানে (ত্রিদেশীয় সিরিজ) আমরা যে মানের ক্রিকেট খেলেছি, সেটিও কাজে লাগবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে আমাদের বাড়তি আত্মবিশ্বাস যোগাবে।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!