• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বোলিং-ব্যাটিং নিয়ে মাহমুদউল্লাহর আফসোস


ক্রীড়া প্রতিবেদক মার্চ ১৫, ২০১৮, ০১:৫৮ পিএম
বোলিং-ব্যাটিং নিয়ে মাহমুদউল্লাহর আফসোস

ঢাকা: ভারতের বিপক্ষে ১৭ রানের হারটা বাংলাদেশের আফসোস বাড়িয়েছে। বোলিং বা ব্যাটিংয়ে আরেকটু দায়িত্বশীলতার পরিচয় দিলেই ম্যাচটা হাতের মুঠোয় চলে আসত। কিন্তু অল্পের জন্য সেটি হাতছাড়া হয়েছে। ম্যাচশেষে আফসোস ঝরেছে অধিনায়ক মাহমুদউল্লাহর কন্ঠেও।

তিনি মনে করেন, বোলিংয়ে দশটা রান কম দিলে ফলটা অন্যরকম হতে পারত। মাহমুদউল্লাহর ভাষায়,‘ বোলিংয়ে শুরুটা ভালোই হয়েছিল। কিন্তু  শেষ দিকে কিছুটা রান বেশি দিয়ে ফেলেছি। দশটা রানও যদি কম দিতাম ভালো হতো। ব্যাটিংয়ে ১৬০ রানের ৭২ মুশফিকই করেছে। টপ অর্ডারের আরও কেউ যদি ৩০ রানের মতো করতে পারত, হয়তো সুযোগ ছিল।’

শুরুর দিকে রানের হিসেবে ভারতের চেয়ে এগিয়ে ছিল বাংলাদেশই। কিন্তু উইকেট হারানোটাই কাল হয়েছে। ১৪ ওভার শেষে ভারতের রান ছিল ১ উইকেটে ১০৪, বাংলাদেশের সেটি ৪ উইকেটে ১০৯। থিতু হয়েও ভালো না খেলার দায় যেমন সাব্বির রহমানের আছে তেমনি অধিনায়কও এর বাইরে নন।
মাহমুদউল্লাহ বলেন,‘ মাঝে আমার আর মুশফিকের জুটিটা বড় করার দরকার ছিল। আমি বাজে বলে আউট হয়েছি। ওটা ছক্কা মারা উচিত ছিল। তবে এই ম্যাচ নিয়ে আর বেশি না ভেবে পরের ম্যাচ নিয়ে ভাবা উচিত।’

এরই মধ্যে ভারত ফাইনাল নিশ্চিত করেছে। এখন তাদের সঙ্গী কে হচ্ছে, বাংলাদেশ না শ্রীলঙ্কা? সেটি জানতে শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে স্বাগতিক দর্শকদের উপস্থিতি যে প্রেমাদাসায় বেশি থাকবে সেটি বুঝতে বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই।

মাহমুদউল্লাহ মনে করেন এটা বরং স্বাগতিকদেরই চাপ বাড়াবে,‘ চাপটা বাংলাদেশের নয়, শ্রীলঙ্কার ওপরই থাকবে। ওরা হয়তো কিছুটা চাপ অনুভব করবে। খেলা তাদের মাঠে, তাদের দর্শকদের সামনে। আমাদের জন্য এটা নতুন ম্যাচ। শুরু করতে চাইব নতুনভাবে।’

সোনালীনিউজ/আরআইবি/

Wordbridge School
Link copied!