• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতের মাটিতে স্মরণীয় টেস্ট খেলতে চান মুশফিক


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ৮, ২০১৭, ০৪:৫১ পিএম
ভারতের মাটিতে স্মরণীয় টেস্ট খেলতে চান মুশফিক

ঢাকা: টেস্ট স্ট্যাটাস পাওয়ার ১৬ বছর পর ভারতের মাটিতে প্রথম টেস্ট খেলতে গেছে সাকিব-তামিমরা। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। তাই এই টেস্ট স্মরণীয় করে রাখতে দৃঢ় প্রতিজ্ঞ টাইগার অধিনায়ক মুশফিকুর রহীম। এ জন্য ব্যাটসম্যানদের কাছে দায়িত্বশীল পারফরম্যান্স আশা করছেন তিনি।

বুধবার (৮ ফেব্রুয়ারি) হায়দরাবাদে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মুশফিক বলেছেন, ‘ভারত খুবই শক্তিশালী দল এতে কোনো সন্দেহ নেই। তাদের মাটিতে তাদেরই বিপক্ষে ভালো করতে হলে নিজেদের সামর্থ্যের সেরাটা দিয়েই খেলতে হবে। বিশেষ করে ব্যাটসম্যানদের সবচেয়ে বেশি দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। গত নিউজিল্যান্ড সফরে যারা ভালো খেলতে পারেনি, তাদের ফর্মে ফেরাটা খুবই জরুরি। কারণ ব্যাটসম্যানরা ভালো করলে বোলারদের কাজটা সহজ হয়ে যায়।’

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘টেস্ট ক্রিকেটে প্রতিটি সেশন খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সেশন বাই সেশন খেলতে হবে। তাহলে হয়তো সাফল্য পাওয়া সম্ভব হবে। দলগত নৈপুণ্যকে সামনে রেখেই খেলতে হবে।’

আর প্রতিপক্ষ খেলোয়াড়দের নিয়ে দলের পরিকল্পনা সম্পর্কে মুশফিক বলেন, ‘প্রতিপক্ষ দলকে নিয়ে আমাদের একটা পরিকল্পনা তো থাকবেই। তবে আলাদা করে কাউকে নিয়ে ভাবছি না আমরা।’

হায়দরাবাদের উইকেট প্রসঙ্গে মুশফিক বলেন, ‘উইকেটে অনেক টার্ন রয়েছে। দ্বিতীয় দিন থেকে ভয়ঙ্কর টার্ন পাওয়া যাবে এই উইকেট।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!