• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুম্বাই ইন্ডিয়ানসের কোচের দায়িত্ব জয়াবর্ধনে


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ১১, ২০১৬, ০১:৫৩ পিএম
মুম্বাই ইন্ডিয়ানসের কোচের দায়িত্ব জয়াবর্ধনে

জয়াবর্ধনে যে আর ক্রিকেট খেলবেন না, এটা স্পষ্ট হয়ে গেছে। কারণ আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ানসের কোচের দায়িত্ব পালন করবেন তিনি। ২০১৫ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মাহেলা জয়াবর্ধনে। অন্যদিকে কুমার সাঙ্গাকারা সর্বশেষ খেলেছেন গতবছরের শেষদিকে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পরও তাদের পথচলা শেষ হয়নি। দুই বন্ধু ফ্র্যাইঞ্চাজিভিত্তিক বিভিন্ন লিগে খেলে বেড়ান।

এখনো তিনি খেলে যাচ্ছেন। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলছেন শ্রীলঙ্কার সাবেক কিংবদন্তি ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে। সে তাঁকেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আপিএল) দল মুম্বাই ইন্ডিয়ানসের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সম্প্রতি ঢাকা ডায়নামাইটসের জার্সিতে দ্বিতীয়বার মাঠে নামেন সাঙ্গাকারা। অন্যদিকে বন্ধু জয়াবর্ধনে এবারই প্রথম অংশ নেন বিপিএলে। দুই বন্ধু খেলেছেন একই দলে।

কিন্তু জয়াবর্ধনে যে আর ক্রিকেট খেলবেন না, এটা স্পষ্ট হয়ে গেছে। কারণ আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ানসের কোচের দায়িত্ব পালন করবেন তিনি। নতুন অধ্যায়ে তাকে শুভকামনা জানিয়েছেন বন্ধু ও সতীর্থ  সাঙ্গাকারা, ‘জয়াবর্ধনে দারুণ কোচ হবে। ক্রিকেটে তার জ্ঞান অসাধারণ। সে যেভাবে পরিকল্পনা সাজাতে পারে; আশা করি ভালো মানের কোচ হতে পারবে।’

নিজের কথা বলতে গিয়ে সাঙ্গাকারা বলেছেন, ‘আমার এখনই কোচ কিংবা পরামর্শক হওয়ার কোনও ইচ্ছা নেই। সামনে দেখা যাক কী হয়। আগামী বছর দুয়েকের মধ্যে ক্রিকেট নিয়ে আমাকে কোনও সিদ্ধান্ত নিতে হবে।’

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!