• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুম্বাই ইন্ডিয়ান্সকে সমর্থন করুন, বললেন মোস্তাফিজ


ক্রীড়া প্রতিবেদক এপ্রিল ৭, ২০১৮, ১২:৫২ পিএম
মুম্বাই ইন্ডিয়ান্সকে সমর্থন করুন, বললেন মোস্তাফিজ

ফাইল ছবি

ঢাকা: দলে যোগ দেওয়ার পর থেকেই মোস্তাফিজুর রহমানকে নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স শিবির মেতেছে। তাঁকে যথেষ্ট গুরুত্বও দেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, মোস্তাফিজকে শনিবার (৭ এপ্রিল) উদ্বোধনী ম্যাচেই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিপক্ষে নামাতে পারেন রোহিত শর্মা-মাহেলা জয়াবর্ধনে। কারণ দু’জনের কাছেই ‘ফিজ’ ভীষণ প্রিয়।

আইপিএলে এটি মোস্তাফিজের তৃতীয় মৌসুম। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুর্দান্ত খেলেছিলেন। পরের মৌসুম মাত্র ১টি ম্যাচ খেলেই শেষ হয়েছিল মোস্তাফিজের আইপিএল। এবার নতুন দল, নতুন শুরু। যা খবর, শুরু থেকেই মোস্তাফিজকে খেলাতে পারে মুম্বাইয়ের টিম ম্যানেজম্যান্ট। এ জন্য তার সঙ্গে সবসময় যোগাযোগ রক্ষা করার জন্য বাংলাদেশ থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস ইকবালকে।

এবার নিলামে মুম্বাই মোস্তাফিজকে ২ কোটি ২০ লাখ রুপিতে কিনে  নিয়েছে। অথচ সেদিন বেঙ্গালুরুর নিলামে ফিজের চোখই ছিল না। সেদিন তিনি খেলা নিয়ে ব্যস্ত ছিলেন। সাক্ষাৎকারে মোস্তাফিজ বলেছেন,‘ আমি নিলাম দেখিনি, কারণ সেদিন ম্যাচ ছিল। কোচ বলেছে, মুম্বাই ইন্ডিয়ান্স আমাকে কিনেছে। মুম্বাইয়ের মতো দল আমাকে কেনায় খুশি হয়েছিলাম।’

সবকিছু ঠিক থাকলে প্রথম ম্যাচেই মাঠে দেখা যেতে পারে মোস্তাফিজকে। তার আগে সবার কাছে মুম্বাইয়ের জন্য সমর্থন চাইলেন বাংলাদেশের কাটার মাস্টার।তিনি বলেন,‘ ‘আমি কঠোর পরিশ্রম করে তাঁদের (সমর্থক) খুশি রাখার চেষ্টা করব এবং আশা করব তাঁরাও আমাকে আরও বেশি ভালোবাসবেন। আশা করব, সবাই একসঙ্গে হয়ে দলকে সমর্থন করবেন। শুধু মোস্তাফিজ নয়, গোটা দলকে সমর্থন দিন-এটাই আমার আশা।’


সোনালীনিউজ/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!