• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুবরাজের সঙ্গে ড্রেসিংরুমে, রশিদের স্বপ্ন নয় সত্যি!


ক্রীড়া ডেস্ক মার্চ ২২, ২০১৭, ০৯:৩৮ এএম
যুবরাজের সঙ্গে ড্রেসিংরুমে, রশিদের স্বপ্ন নয় সত্যি!

ঢাকা : একদা স্বপ্ন দেখতেন আফগান তরুণ নামীসব ক্রিকেটারের সঙ্গে খেলবেন। রশিদ খানের সেই স্বপ্ন এবার সত্যি হতে চলেছে। গত তিন মাসে তার জীবনটাই বদলে গিয়েছে। আইপিএলে ডাক পেয়ে কাড়ি কাড়ি টাকার সঙ্গে নামীসব ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করবেন। এরমধ্যে আছেন শৈশবের নায়ক যুবরাজ সিং। তিনি যে সানরাইজার্স হায়দরাবাদের হয়েই খেলেন।

স্বপ্ন সত্যি হওয়া আফগান তরুণ বললেন,‘ শেষ তিন মাসে অনেক কিছু ঘটেছে। আমি প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি। এতদিন টেলিভিশনে যেসব খেলোয়াড়দের খেলা দেখেছি, এবার তাদের সঙ্গে ড্রেসিংরুমে সময় কাটবে। বিশ্বাসই হচ্ছে না। ছোট থেকে যুবরাজের ভক্ত আমি। ওর আগ্রাসী স্টাইলটা দারুন  লাগে। আশা করি ওর পরামর্শও পাব।’

নিলামের পরপরই সানরাইজার্সের কোচ টম মুডি টেলিফোন করেছিলেন রশিদকে। সেকথা জানিয়ে রশিদ বলেন,‘ নিলামের পর টম মুডির সঙ্গে কথা হয়েছে। উনি দলে আমাকে স্বাগত জানিয়েছেন।’

আইপিএলের নিলামের সময় রশিদ ব্যস্ত ছিলেন জিম্বাবুয়েতে সিরিজ খেলতে। ভোরে টেলিভিশনের সামনে বসেছিলেন নিলাম দেখার জন্য। সেই অভিজ্ঞতা বর্ণনা করে রশিদ বলেন,‘ ইমরান তাহিরের মত খেলোয়াড় বিক্রি হল না দেখে ভেবেছিলাম আমার কোনও সুযোগ নেই। কিন্তু শেষ পর্যন্ত দর যেখানে উঠল সত্যিই ভাবিনি। আসলে  আমরা আফগানিস্তানের ক্রিকেটাররা অপেক্ষায় ছিলাম আইপিএলে ডাক পাওয়ার। সেটুকু পেলেই  যথেষ্ট ছিল। টাকার অঙ্ক নিয়ে মাথা ঘামাইনি।’

এখন দেখার, সানরাইজার্সকে কতটুকু প্রতিদান দিতে পারেন রশিদ। এই দলে রয়েছেন বাংলাদেশের কাটার মাষ্টার মোস্তাফিজুর রহমানও। রশিদের লেগ স্পিন আর ‘দ্য  ফিজ’-এর বৈচিত্র্যময় বোলিং অনেকটাই এগিয়ে রাখবে ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদকে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!