• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি


ক্রীড়া প্রতিবেদক এপ্রিল ২৫, ২০১৮, ০৯:৫৮ পিএম
রাজশাহীতে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি

ঢাকা: রাজশাহীতে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন দাস। মধ্যাঞ্চলের ৫৪৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ৫৩ রানে ২ ‍উইকেট হারিয়ে ফেলে  পূর্বাঞ্চল। তৃতীয় উইকেট জুটিতে তাসামুল হককে নিয়ে প্রতিরোধ গড়েন লিটন। ১৪৮ রান যোগ করে দলকে এগিয়ে নেন লিটন-তাসামুল। তাসামুল ৬৭ রান করে আউট হলেও লিটন ঠিকই সেঞ্চুরি করেছেন।
 
৫০ বলে ফিফটি, সেঞ্চুরি করতে খেলেছেন মোট ৯০ বল। ইলিয়াস সানিকে এক ওভারে দুই বাউন্ডারি মেরে ৯২ থেকে সেঞ্চুরিতে পৌঁছেছেন। সেঞ্চুরির পর লিটন আরও আক্রমণাত্মক, আবু হায়দারের এক ওভারে মারলেন তিন বাউন্ডারি। পূর্বাঞ্চলের এই ওপেনারকে শেষ পর্যন্ত আউট করতে পারেননি কোনো বোলার। ১২৫ বলে অপরাজিত আছেন ১৩৯ রান করে।

বড় দৈর্ঘ্যের ম্যাচ খেলছেন, কিন্তু তাঁর স্ট্রাইক রেট ১১১.২০! চারই মেরেছেন ২৩টি, ছক্কা আছে একটি। ২৮২ রানে পিছিয়ে থাকলেও পূর্বাঞ্চলকে ম্যাচটি বাঁচানোর স্বপ্ন দেখাচ্ছেন লিটনই। এ নিয়ে গত চার মাসে ৬টি সেঞ্চুরি হয়ে গেল লিটনের।  

জানুয়ারিতে বিসিএলেই বছরের প্রথম সেঞ্চুরি। পরে তিনটি পেলেন ঢাকা প্রিমিয়ার লিগে। বিসিএলের শেষ তিন রাউন্ডের দুটিতেই পেয়েছেন সেঞ্চুরি। ঘরোয়া ক্রিকেটে লিটন কতটা ধারাবাহিক সর্বশেষ পাঁচটি ইনিংস দেখলেই বোঝা যাবে-১১৩*, ৭৫, ৯, ৬৯, ১৩৯*।

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!