• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সেঞ্চুরি না পাওয়ায় হতাশ নন তামিম


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ২১, ২০১৬, ০৮:৪৫ পিএম
সেঞ্চুরি না পাওয়ায় হতাশ নন তামিম

চট্টগ্রাম : তামিম ইকবালকে যদি প্রশ্ন করা হয়, আপনার প্রিয় প্রতিপক্ষ কোন দল। তিনি ইংল্যান্ড আর ভারতের কথাই বলবেন। এই দুই দলের বিপক্ষে মাঠে নামলেই রানের ফোয়ারা ছোটে তার ব্যাটে। দর্শকদের ২০১০ সালে লর্ডস এবং ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে তামিমের ব্যাক টু ব্যাক সেঞ্চুরির কীর্তি মনে আছেন নিশ্চই। তারপর থেকেই ইংলিশ সংবাদমাধ্যম তার দিকে আলাদাভাবে নজর  রেখে আসছে। তামিমও প্রিয় প্রতিপক্ষকে সামনে পেলেই ব্যাট হাতে জ্বলে ওঠেন। 

চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি থেকে ২২ রান দুরে তামিমকে ফিরতে হয়েছে ৭৮ রানে। এরআগে ইংল্যান্ড যখন বাংলাদেশে এসেছিল  তখনও চট্টগ্রামে টেস্টে ৮৬ আর ঢাকায় ৮৫ রানের ইনিংস খেলে সেঞ্চুরি না পাওয়ার বেদনায় পুড়েছিলেন তামিম। এবারও তাই হলো। স্বভাবসুলভ মারমুখি তামিমকে অবশ্য এদিন দেখা যায়নি। একেবারে টেস্ট মেজাজ যাকে বলে তাই তার ব্যাটে দেখা যাচ্ছিল। তারপরও সেঞ্চুরি না হওয়ার আক্ষেপ নিশ্চয় আছে? 

কিন্তু তামিম বলছেন ভিন্ন কথা,‘ আমি আজ খুব কষ্ট করে রান করেছি। যদি ভুল শট খেলে আউট হতাম তাহলে কষ্ট পেতাম। আমার কাছে মনে হয় যেভাবে খেলেছিলাম সেখানে সব আমার নিয়ন্ত্রণেই ছিল। সেঞ্চুরি না হওয়ায় খুব বেশি চিন্তিত না। সামনে চেষ্টা করব এমন পরিস্থিতিতে যত লম্বা ইনিংস খেলা যায়। পরের ইনিংস আবার প্রথম থেকে শুরু করতে হবে। তবে রানটা বড় হলে অবশ্যই খুশি হতাম। তারপরও যা হয়েছে তাতে আমি সন্তুষ্ট।’

স্পিনবান্ধব উইকেটে ইংলিশ ব্যাটসম্যানদের যেমন বাংলাদেশী বোলাররা পরীক্ষা নিয়েছেন একই ভাবে তামিমদেরও পরীক্ষা দিতে হয়েছে। এ ধরণের উইকেটে রান করা যে সহজ নয় স্বীকার করে নিলেন তামিম,‘ এখানে কেউ সেট ব্যাটসম্যান নয়। আপনি ৭০, ৮০ বা ১০০ করেন তারপরও বলব এখানে কেউ সেট নয়। এরকম কঠিন উইকেটে খেলা মোটেও সহজ নয়।’

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম
 

Wordbridge School
Link copied!