• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’

 ১ মিনিটেই বদলে গেল বিজয়ীর নাম!


বাবুল হৃদয় সেপ্টেম্বর ৩০, ২০১৭, ১১:৩৭ এএম
 ১ মিনিটেই বদলে গেল বিজয়ীর নাম!

ঢাকা: ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ মাত্র ১মিনিটেই বদলে গেল সেরা বিজয়ীর নাম! প্রতিযোগিতার শীর্ষ ১০ প্রতিযোগীর মধ্যে জান্নাতুল সুমাইয়া হিমিকে বিজয়ী ঘোষণা করার ঠিক ১ মিনিট মধ্যেই বদলে গেল সেরা বিজয়ীর নাম। বাংলাদেশে রিয়েলিটি শোর ইতিহাসে এমন ঘটনা প্রথম ঘটলো।

আয়োজকরা জানান, তিনি হয়েছেন দ্বিতীয় রানারআপ! পরে জান্নাতুল নাঈম এভ্রিলকে বিজয়ী ঘোষণা করা হয়। তখন আর তার হাসি দেখে কে! বাঁধভাঙা আনন্দে ভাঁসলেন চট্টগ্রামের এই তরুণী। পাশে পাথরের মতো দাড়িয়ে রইলেন জান্নাতুল সুমাইয়া হিমি। অপ্রস্তুত কাকে বলে হিমিকে দেখে তখন ভালোই বোঝা যাচ্ছিল।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জান্নাতুল নাঈম এভ্রিল

উপস্থাপক ভারতীয় মডেল-অভিনেত্রী শিনা চৌহানের মুখে নিজের নাম সেরা হিসেবে শুনে খুশির ফোয়ারা ছড়িয়েছিল তার মুখে। চীনে আগামী ৩০ ডিসেম্বর বিশ্বসুন্দরীর মঞ্চে উঠবেন ভেবে আনন্দে আপ্লুত ছিলেন তিনি। কিন্তু তা স্থায়ী হলো মাত্র এক মিনিট। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হওয়ার আনন্দটা তার নিমিষেই উড়ে গেল! তখন দ্বিতীয় রানারআপ হলেও তিনি যে জোর করে মুখে হাসি রেখেছিলেন তা বলে দিচ্ছিল তার চোখমুখ!

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ প্রতিযোগিতার আয়োজক অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী বললেন, ‘একটা ভুল হয়ে গেছে। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হয়েছেন জান্নাতুল নাঈম এভ্রিল। এরপর তিনি জানান, প্রথম রানারআপ জেসিয়া ইসলাম ও দ্বিতীয় রানারআপ হয়েছেন জান্নাতুল সুমাইয়া হিমি। তার এ ঘোষণা শুনে থতমত খেয়েছেন আমন্ত্রিত অতিথিরা! চমকে যাওয়া নাকি হতভম্ব হওয়া, কোন অনুভূতি উল্লেখ করলে মানাবে তা বোঝা গেলো না! 

বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবরাত্রি মিলনায়তনে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে এ ঘটনা ঘটে। ভুল বোঝাবুঝির অবসানের পর মুকুট পরিয়ে দেওয়া হয় এভ্রিলের মাথায়। এ ভুলের কারণে মিলনায়তনে অতিথিদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া, অবিশ্বাস ও হাস্যরস। সামাজিক যোগাযোগের মাধ্যমে এ নিয়ে শোরগোল হলে অবাক হওয়ার কিছু থাকবে না।

জান্নাতুল নাঈম এভ্রিল সত্যিই বিচারকদের রায়ে সেরা হয়েছেন কিনা তা নিয়ে অবিশ্বাস প্রকাশ করেছেন অনেকেই। ভুলক্রমে প্রথমে হিমির নাম ঘোষণা করা না হলে হয়তো এমন পরিস্থিতি হতো না। মজার বিষয় হলো, দুজনেরই নামের শুরুর অংশ ‘জান্নাতুল’! 

উপস্থাপক ভারতীয় মডেল-অভিনেত্রী শিনা চৌহান প্রথমে ঘোষণা করেন, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হয়েছেন জান্নাতুন সুমাইয়া হিমি। এর আগে প্রথম রানারআপ জান্নাতুল নাঈম এভ্রিল আর দ্বিতীয় রানারআপ হিসেবে জেসিয়া ইসলামের নাম শোনা যায় তার মুখে।

বিজয়ী তালিকা দেখে মঞ্চের সামনের সারিতে বসে থাকা বিচারকরা বলে উঠলেন, ‘এটা তো আমাদের তালিকা না!’ তা-ই যদি হবে, শিনাকে তাহলে এই নামগুলো দিলেন কে? ভুলটা আসলে কার তা খোলাসা করেনি আয়োজকরা।

ভুল ঘোষণার বিষয়ে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’- এর অন্যতম বিচারক চঞ্চল মাহমুদের কাছে তাৎক্ষনিক চাওয়া হলে তিনি সোনালীনিউজকে বলেন, এমন ভুল হতে পারে। অনেক সময় ইংরেজি ছয় কে আমরা উল্টে নয় বলি, হয়তো এরকম কিছু হয়েছে। প্রথম ঘোষণাটা ভুল ছিল।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জান্নাতুল নাঈম এভ্রিল

এদিকে এমন ভুল ঘোষণায় ক্ষেপে আগুন হয়েছেন প্রথম ঘোষণায় বিজয়ী জান্নাতুল সুমাইয়া হিমি। দ্বিতীয় ঘোষণা আসার পর কিছুক্ষণ অপ্রস্তুতভাবে দাঁড়িয়ে থেকে সুযোগ বুঝে স্টেজ থেকে নেমে যান। এ সময় তার প্রতিক্রিয়া জানতে ক্ষোভে তিনি সোনালীনিউজের সঙ্গে কোন কথা বলেননি। সঙ্গে ছিলেন তার মা ও ছোট ভাই। মা দৌড়ে বের হতে হতে রেগে বলেন, কি প্রতিক্রিয়া জানাবো বলেন, আপনারা-ইতো দেখলেন। কোন প্রতিক্রিয়া জানাবে না হিমি। ওই পশু সম্পর্কে কোনো কথা নয়। এ সময় তিনি স্বপন চৌধুরীকে নানা প্রজাতির পশুর নামে গালাগাল দিতে দিতে অডিটোরিয়াম ছাড়েন।

অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে এনটিভি। অনুষ্ঠানে বিচারক প্যানেলে ছিলেন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, জাদুশিল্পী জুয়েল আইচ, অভিনেত্রী শম্পা রেজা, আলোকচিত্রী চঞ্চল মাহমুদ, করপোরেট ব্যক্তিত্ব রুবাবা দোলা মতিন ও তথ্যপ্রযুক্তি ব্যক্তিত্ব সোনিয়া কবির। টাইটেল স্পন্সর ছিল লাভেলো।

চূড়ান্ত পর্বে বিজয়ী ঘোষণা নিয়ে নাটকীয়তা শেষে ভুল শোধরানোর পর জান্নাতুল নাঈমের মাথায় মুকুট পরিয়ে দেন বিবি রাসেল। ফলে তিনিই যাচ্ছেন চীনে। বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীদের সঙ্গে ৬৭তম মিস ওয়ার্ল্ড হওয়ার জন্য লড়বেন এই সুন্দরী।

বাংলাদেশ থেকে সবশেষ ২০০১ সালের ১৬ নভেম্বর ৫১তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তাবাসসুম ফেরদৌস শাওন। ওইবার এ আসর বসেছিল দক্ষিণ আফ্রিকার সান সিটিতে। ১৯৯৪ সালে প্রথম মিস বাংলাদেশ অংশ নেন বিশ্বসুন্দরী প্রতিযোগিতায়। তিনি ছিলেন আনিকা তাহের। এরপর ইয়াসমিন বিলকিস সাথী (১৯৯৫), রেহনুমা দিলরুবা চিত্রা (১৯৯৬), শায়লা সিমি (১৯৯৮), তানিয়া রহমান তন্বী (১৯৯৯) ও সোনিয়া গাজী (২০০০) মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশর প্রতিনিধিত্ব করেছিলেন। 

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!