• ঢাকা
  • বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নারী নেতৃত্বের জাগরণ, প্রযুক্তি ব্যবহারে সহিংসতা রোধে রংপুরে আলোচনা


রংপুর ব্যুরো জানুয়ারি ৪, ২০২৬, ০৬:২৬ পিএম
নারী নেতৃত্বের জাগরণ, প্রযুক্তি ব্যবহারে সহিংসতা রোধে রংপুরে আলোচনা

ফাইল ছবি

প্রযুক্তির মাধ্যমে সংঘটিত লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে জাগো নারী উন্নয়ন সংস্থার আয়োজনে, পল্লীশ্রী সহযোগিতা এবং ফেমিনিস্ট অপারচুনিটি নাউ (FON) ও CREA সমর্থনে তরুণ নারী নেতৃবৃন্দ ও গণমাধ্যম সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে রংপুর নগরের একটি এনজিও ফোরাম হলরুমে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা মহিলা বিষয়ক ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহানাজ ফারহানা আফরোজ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সচেতনতা সবার আগে বৃদ্ধি করতে হবে। যতক্ষণ পর্যন্ত নিজের মূল্যবোধ জাগ্রত হবে না, ততক্ষণ এসব সমস্যা সমাধান সম্ভব নয়। আমাদের নিজ জায়গা থেকে দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। তিনি আরও বলেন, গণমাধ্যমের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আস্থা বৃদ্ধি পাবে। নৈতিক গণমাধ্যম চর্চা জোরদার হবে এবং সম্মিলিত ও টেকসই উদ্যোগ গড়ে উঠবে।

বিশেষ অতিথি রংপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার শিখা রানী রায় বলেন, গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত শক্তিশালী। সমাজের অসঙ্গতি তুলে ধরা, অনলাইনে প্রতারণার হাত থেকে সচেতনতা বৃদ্ধি—সবই গণমাধ্যমের মাধ্যমে সম্ভব। আমাদের দাপ্তরিক সেবা ও বার্তাগুলো সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে।

কক্সবাজারের জাগো নারী উন্নয়ন সংস্থার প্রতিনিধি আশীষ বণিক বলেন, ডিজিটাল শিক্ষা সবার জন্য দরকার। ধনী বা দরিদ্র, চরাঞ্চল বা প্রত্যন্ত গ্রাম-সবার জন্যই এটি জরুরি। সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য এই প্রোগ্রাম গুরুত্বপূর্ণ। সরকারি বা বেসরকারি সকলেরই দায়িত্ব রয়েছে। ডিজিটাল বাংলাদেশ গঠনে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

পল্লীশ্রী নির্বাহী পরিচালক বলেন, প্রযুক্তি ব্যবহার অত্যন্ত জরুরি। মোবাইল ও অনলাইন ব্যবহারে বিভিন্ন হ্যারাসমেন্ট ঘটে। তরুণ প্রজন্মকে এ বিষয়ে সচেতন হতে হবে। অনলাইনে অজ্ঞাত ব্যবহার অনেকের জন্য বিপদ তৈরি করে এবং হতাশা সৃষ্টি করে। তাই আজকের সংলাপের মাধ্যমে এই বার্তাটি পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পল্লীশ্রী ম্যানেজার সেলিম রেজা, পল্লীশ্রীর অন্যান্য সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!