ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইন-শৃঙ্খলা কঠোর নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে যৌথ বাহিনী সাঁড়াশি অভিযান শুরু করতে যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র আজকের মধ্যেই জারি হবে বলে জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
রোববার (৪ ডিসেম্বর) কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজিত সভায় ইসি সানাউল্লাহ জানান, এখন থেকে দেশের সব স্থানে যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে। ইতোমধ্যেই সব বাহিনী প্রধানদের নিয়ে নির্বাচন কমিশনে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং হেডকোয়ার্টারগুলোকে বিষয়টি জানানো হয়েছে।
তিনি জানান, যৌথ বাহিনীর অভিযানের তিনটি মূল লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রথমত, নির্বাচনের আগে ও সময়ে অবৈধ অস্ত্র উদ্ধার করা। যে অস্ত্র উদ্ধার সম্ভব হবে না, সেগুলো যেন কোনো অপকর্মে ব্যবহার না হয় তা নিশ্চিত করা হবে। দ্বিতীয়ত, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং আইনের আওতায় আনা। তৃতীয়ত, নির্বাচনকেন্দ্রিক দল এবং প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন হলে তা নজরে রাখা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
রোহিঙ্গা ক্যাম্প এবং সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীকে বিশেষ সতর্ক করা হয়েছে। ইসি সানাউল্লাহ বলেন, ক্যাম্পগুলো সিল করতে হবে এবং স্থল সীমান্ত ও সাগরপথে নজরদারি বাড়াতে হবে যাতে কোনোভাবেই দুষ্কৃতকারীরা এসব এলাকা ব্যবহার করে অপরাধ সংঘটিত করতে না পারে।
নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
এসএইচ







































