• ঢাকা
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সম্মান নিয়ে রিজেক্ট করাই সাহসিকতা: মিষ্টি জান্নাত


বিনোদন ডেস্ক অক্টোবর ২৮, ২০২৫, ০৪:৩৯ পিএম
সম্মান নিয়ে রিজেক্ট করাই সাহসিকতা: মিষ্টি জান্নাত

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত আবারও আলোচনায় এসেছেন এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট ঘিরে। সেখানে তিনি লিখেছেন, সিনেমায় ছোট চরিত্রে কাজ করে অসম্মানিত হওয়ার চেয়ে সম্মান নিয়ে প্রস্তাব ফিরিয়ে দেওয়াটাই আসল সাহসিকতা বলে মনে করেন।

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় মিষ্টি জান্নাতের। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও বিভিন্ন মন্তব্যের কারণে তিনি প্রায়ই আলোচনায় থাকেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ছবি পোস্ট করে মিষ্টি লিখেছেন, “সিনেমায় ছোট একটা চরিত্র করে অসম্মানিত হওয়ার থেকে সম্মান নিয়ে রিজেক্ট করা টাই সাহসিকতা, সে যত বড় তারকা হোক না কেন। ধন্যবাদ, ছবিটা ভালো ছিল।”

তার এই মন্তব্য ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন, কেউ কেউ আবার মন্তব্য করেছেন তার সৌন্দর্য ও ব্যক্তিত্ব নিয়ে।

এক ভক্ত মন্তব্য করেছেন, “তোমার ছবি করা লাগবে না, এখন কি আর কেউ ছবি দেখে? কিন্তু সত্যি বলছি, তুমি দেখতে অনেক সুন্দর।”

আরেকজন লিখেছেন, “আপনি অভিনয় ছাড়াই সেরা।”

এসএইচ
 

Wordbridge School
Link copied!