বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর নতুন আসর শুরু হয়েছে ২৬ ডিসেম্বর, সিলেট টাইটান্স–রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস–নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচ দিয়ে। এবারের বিপিএলকে আরও আকর্ষণীয় করে তুলতে উপস্থাপনা ও ধারাভাষ্যে আন্তর্জাতিক চমক এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই আসরে উপস্থাপকের দায়িত্ব পালন করছেন পাকিস্তানের জনপ্রিয় ক্রীড়া উপস্থাপক জয়নব আব্বাস এবং ভারতের পরিচিত স্পোর্টস অ্যাঙ্কর রিধিমা পাঠক। জানা গেছে, জয়নব আব্বাস কিছু ম্যাচে ধারাভাষ্যেও অংশ নিতে পারেন।
নোয়াখালী এক্সপ্রেসের একটি ম্যাচ চলাকালে মাঠে উপস্থিত ছিলেন জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্ট-এর অভিনেতা জিয়াউল হক পলাশ। এ সময় তাকে মাঠে ডেকে নেন জয়নব আব্বাস। নোয়াখালী এক্সপ্রেস নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন করেন তিনি, যার উত্তর পলাশ স্বচ্ছন্দভাবেই দেন।
তবে আলোচনার মূল মুহূর্তটি আসে তখনই, যখন জয়নব আব্বাস হঠাৎ করেই ‘রোকেয়া’ প্রসঙ্গে প্রশ্ন করেন। এতে মুহূর্তের মধ্যেই বিস্মিত হয়ে পড়েন পলাশ। অবাক হয়ে তিনি পাল্টা বলেন, “ওহ মাই গড! তুমি রোকেয়ার বিষয়টা জানো?”
জয়নব আব্বাস হাসতে হাসতে জবাব দেন, তিনি বিষয়টি জানেন। এরপর পলাশ মজার ছলেই বলেন, রোকেয়া ভালো আছে এবং নোয়াখালীতে রয়েছে, ইভা আছেন আমেরিকায়, আর তিনি নিজে সিলেটে বসে নোয়াখালী এক্সপ্রেসের খেলা উপভোগ করছেন।
এই পুরো কথোপকথন মুহূর্তেই দর্শকদের মধ্যে কৌতূহল ও বিনোদনের খোরাক জুগিয়েছে। বিপিএলের মাঠে এমন হালকা-ফুলকা আলাপচারিতা দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে বলে মনে করছেন অনেকেই।
এম







































