• ঢাকা
  • বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দুই সিনেমা নিয়ে সুখবর দিলেন চিত্রনায়িকা অধরা খান


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১, ২০২৬, ০২:১৮ পিএম
দুই সিনেমা নিয়ে সুখবর দিলেন চিত্রনায়িকা অধরা খান

ছবি : সংগৃহীত

ঢাকা: চিত্রনায়িকা অধরা খান এখন রয়েছেন কানাডায়। কানাডায় থাকলেও দেশে মুক্তির অপেক্ষায় রয়েছে দুই চলচ্চিত্র। সিনেমা দুটি হচ্ছে সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের ‘দখিন দুয়ার’ ও জাহিদ হোসেনের ‘ঋতুকামিনী’। দুটি সিনেমার ডাবিংও শেষ করেছেন তিনি।

এদিকে অধরা বলতে গেলে বছরের শুরুতেই জোড়া সুখবর দিলেন। অনেকদিন ধরেই কানাডায় থাকার কারণে সেখানে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হয়েছেন। কাজ করছেন বিজ্ঞাপনে।

বেশকিছু বিজ্ঞাপনে এরই মধ্যে কাজ করেছেন। সর্বশেষ বছরের শেষ ভাগে করেছেন একটি ওয়াটার পিউরিফায়ারের বিজ্ঞাপন। একই সঙ্গে যুক্ত হয়েছেন আরো কয়েকটি বিজ্ঞাপনে। যেসবের শুটিং শুরু হবে জানুয়ারিতেই। যুক্ত হয়েছেন ‘ফোর্টি এইট আওয়ার্স’ নামের একটি প্রোজেক্টের সঙ্গেও।
 
এ বিষয়ে টরেন্টো থেকে অধরা বললেন, ‘গত বছরের শেষভাগে বেশ ব্যস্ততার সঙ্গে কেটেছে। আরো বেশ কয়েকটি বিজ্ঞাপনে যুক্ত হয়েছি। যেসবের কাজ শুরু হবে আগামী ১২ জানুয়ারি থেকে। এছাড়াও এখানে আমি ফোর্টি এইট আওয়ার্স নামের একটি প্রোজেক্টের সঙ্গে যুক্ত হয়েছি।

যেখানে ৪৮ ঘণ্টায় একটি স্বল্পদৈর্ঘ্যের কাহিনি লেখা থেকে শুরু করে সম্পূর্ন কাজ শেষ হয় ৪৮ ঘণ্টায়। আমি মনে করি আমার চলচ্চিত্র ক্যারিয়ার এতে শক্তপোক্ত হবে।’
 
এদিকে দেশীয় চলচ্চিত্র দুটি মুক্তির অপেক্ষায় থাকলেও নতুন তিনটি চলচ্চিত্রের কাজ শুরু করতে যাচ্ছেন। এরমধ্যে একটি মোটামুটি চূড়ান্ত। এর শুটিং হবে ইউরোপে।এ বিষয়ে অধরা বললেন, ‘তিনটি চলচ্চিত্রের মধ্যে একটির শুটিং শুরু হবে। আমার সহশিল্পী কে হবে, বা চলচ্চিত্রের বিস্তারিত এখনই বলছি না। তবে চূড়ান্ত হয়েছে এটা বলতে পারি। শিগগিরই দেশে ফিরবো।’

পিএস

Wordbridge School
Link copied!