ফাইল ছবি
ঢাকা: নতুন বছরের প্রথম লেনদেনের দিনেই সোনার দামে বড় উত্থানের ধারাবাহিকতা বজায় রেখেছে। কারণ ভূরাজনৈতিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রে সুদের হার কমানোর প্রত্যাশা সোনার চাহিদা বেড়েই চলেছে।
শনিবার (৩ জানুয়ারি) স্পট মার্কেটে সোনার আউন্স প্রতি স্থির ছিল ৪ হাজার ৩১৩.২৯ ডলারে। কিন্তু রোববার দিনের শুরুতে ৪ হাজার ৪০২.০৬ ডলারে উঠে যায়। এর আগে গত ২৬ ডিসেম্বর প্রতি আউন্সে ৪ হাজার ৫৪৯.৭১ ডলারের রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল।
ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার্স ০.৩% কমে প্রতি আউন্সে ৪ হাজার ৩২৯.৬ ডলারে নিষ্পত্তি হয়।
টিডি সিকিউরিটিজের গ্লোবাল হেড অব কমোডিটি স্ট্র্যাটেজি বার্ট মেলেক বলেন, “আমরা বাজারে মার্চে সুদের হার কমানোর আলোচনা এবং সম্ভবত এ বছর পরে আরেকটি কাটের কথাও শুনছি… এই বিষয়গুলো, সম্ভাব্য শুল্ক ঝুঁকি নিয়ে বাজারের উদ্বেগ এবং যুক্তরাষ্ট্রের ঋণ অব্যাহত থাকার আলোচনা—সব মিলিয়ে সোনা, রূপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম বাড়াচ্ছে,”।
বাজার অন্তত দুই দফা এক-চতুর্থাংশ পয়েন্ট ফেড সুদ কমানোর প্রত্যাশা করছে, যা সুদ না দেওয়া সোনাকে বিনিয়োগকারীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলছে।
অন্যদিকে, প্রায় দুই মাস পর প্রথমবারের মতো ভারত ও চীনে ভৌত সোনা প্রিমিয়ামে লেনদেন হয়েছে।
স্পট মার্কেটে রূপা ০.৭% বেড়ে প্রতি আউন্সে ৭১.৭৭ ডলারে পৌঁছায়। প্লাটিনাম ৩.৫% লাফিয়ে প্রতি আউন্সে ২,১২৫.৮০ ডলারে ওঠে।
প্যালাডিয়াম প্রায় ২% বেড়ে প্রতি আউন্সে ১ হাজার ৬৩৬.৪৩ ডলারে পৌঁছায়।
পিএস







































