ফাইল ছবি
ঢাকা: আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম। একই সঙ্গে বেড়েছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের মতো অন্যান্য মূল্যবান ধাতুর দামও। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনার পর বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। এতে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয়ের দিকে ঝুঁকছেন, যার সরাসরি প্রভাব পড়েছে মূল্যবান ধাতুর বাজারে।
সোমবার (৫ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪১১ দশমিক ১৪ ডলারে দাঁড়িয়েছে, যা এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। একই সময়ে ফেব্রুয়ারি ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ২ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪১৯ দশমিক ৯০ ডলারে লেনদেন হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শনিবার যুক্তরাষ্ট্র একটি অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে। এ অভিযানে এক বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে বলেও জানা গেছে। পরে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন নেতার দায়িত্ব নেন এবং জানান, মাদুরো রাষ্ট্রপতি হিসেবেই থাকবেন।
ভূ-রাজনৈতিক উত্তেজনার পাশাপাশি সুদের হার হ্রাস, কেন্দ্রীয় ব্যাংকগুলোর জোরালো স্বর্ণ ক্রয় এবং এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে বিনিয়োগ-সব মিলিয়ে গত বছর বুলিয়নের দামে ৬৪ শতাংশ প্রবৃদ্ধি দেখা যায়। যা ১৯৭৯ সালের পর সর্বোচ্চ বার্ষিক লাভ। এর আগে গত ২০২৫ সালের ২৬ ডিসেম্বর স্বর্ণের দাম রেকর্ড সর্বোচ্চ ৪ হাজার ৫৪৯ দশমিক ৭১ ডলারে পৌঁছেছিল।
এদিকে, শনিবার ফেডারেল রিজার্ভ ব্যাংক অব ফিলাডেলফিয়ার প্রেসিডেন্ট আনা পলসন জানান, গত বছর সুদের হার কমানোর জোরালো উদ্যোগের পর ভবিষ্যতে আরও হার কমানোর সম্ভাবনা কিছুটা কম হতে পারে। তবে বিনিয়োগকারীরা এখনো আশা করছেন, চলতি বছরে মার্কিন ফেডারেল রিজার্ভ অন্তত দুই দফা সুদের হার কমাতে পারে।
স্বর্ণের পাশাপাশি রুপার দামেও বড় উল্লম্ফন দেখা গেছে। স্পট সিলভারের দাম ৪ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৫ দশমিক ৮২ ডলারে দাঁড়িয়েছে। এর আগে গত বছরের ২৯ ডিসেম্বর রুপার দাম সর্বকালের সর্বোচ্চ ৮৩ দশমিক ৬২ ডলার ছুঁয়েছিল। বছরের শেষে রুপার দাম বেড়েছে ১৪৭ শতাংশ, যা স্বর্ণকেও ছাড়িয়ে গেছে।
এ ছাড়া স্পট প্লাটিনামের দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ২ হাজার ১৯০ দশমিক ৫৫ ডলারে দাঁড়িয়েছে। এর আগে গত সোমবার প্লাটিনামের দাম সর্বকালের সর্বোচ্চ ২ হাজার ৪৭৮ দশমিক ৫০ ডলারে উঠেছিল। এশিয়ার লেনদেনে এটি একপর্যায়ে ৫ শতাংশের বেশি বেড়ে এক সপ্তাহের সর্বোচ্চে পৌঁছায়। একই সঙ্গে প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৬৬৭ দশমিক ৪৫ ডলারে দাঁড়িয়েছে।
পিএস







































