• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ায় প্রথম দুই টেস্টে নেই রোহিত-ইশান্ত


ক্রীড়া ডেস্ক নভেম্বর ২৪, ২০২০, ০৫:৪২ পিএম
অস্ট্রেলিয়ায় প্রথম দুই টেস্টে নেই রোহিত-ইশান্ত

রোহিত শর্মা ও ইশান্ত শর্মা

ঢাকা: অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের আগেও সুখবর পেলো না ভারত। প্রথম দুই টেস্টে নিশ্চিতভাবে থাকা হচ্ছে না রোহিত শর্মা ও ইশান্ত শর্মার। শেষ দুই টেস্টেও তারা খেলতে পারবেন কিনা, সেটি নির্ভর করছে ভারতীয় ক্রিকেট বোর্ডের ওপর।

ইশান্তের বেলায় বিষয়টি এমন দাঁড়িয়েছে, বোলিং ফিটনেস ফিরে পেলেও এখনই তিনি টেস্ট খেলার যোগ্য নন। টেস্ট খেলার জন্য পুরোপুরি ফিট হতে তার প্রয়োজন ৪ সপ্তাহ। শুধু তাই নয়, তৃতীয় টেস্ট খেলতে যেতে হলেও তাকে দ্রুতই বিমান ধরতে হবে। কারণ সেখানে ১৪ দিনের কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা রয়েছে। সব মিলে যে সময়টি পাওয়া যাবে, তাতে সে তৃতীয় টেস্টের জন্য প্রস্তুত হতে পারবে। সিডনিতে যেটি শুরু হবে ৭ জানুয়ারি।

আইপিএলে চোট পাওয়া রোহিতও পুরোপুরি ফিট হতে পারেননি। তাকে সফরের জন্য অনুমতি দেওয়া হতে পারে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ। এর পর আরও দুই সপ্তাহের পুনর্বাসন প্রয়োজন হতে পারে। এর পরেই তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব। অবশ্য রোহিতের টেস্ট সিরিজে খেলার ভালো সম্ভাবনা থাকতো যদি তিনি আরব আমিরাত থেকে সরাসরি দলের সঙ্গে অস্ট্রেলিয়া চলে যেতে পারতেন।

এই অবস্থায় রোহিত যদি ৮ ডিসেম্বরেও চলে যান। তাহলেও তার কোয়ারেন্টিনে থাকতে হবে ১৪দিন। এর ফলে তাকে অনুশীলনের বাইরে থাকতে হবে ২২ ডিসেম্বর পর্যন্ত।

৩২ সদস্যের সফরকারী দল এরই মধ্যে কোয়ারেন্টিনে থেকে সিডনিতে অনুশীলন শুরু করে দিয়েছে। এই অবস্থায় রোহিত ও ইশান্ত অস্ট্রেলিয়া পৌঁছালেও অনুশীলনের এমন সুযোগ পাবেন না। কারণ তারা কেউই বাকিদের মতো সেখানকার জীবানু সুরক্ষিত বলয়ের মাঝে নেই।  তারা এখন বেঙ্গালুরুতে ক্রিকেট একাডেমিতে অনুশীলনে আছেন। এই অবস্থায় রোহিত যদি ছিটকেই যান, সেক্ষেত্রে টেস্টে সুযোগ হবে শ্রেয়াস আইয়ারের। যিনি সংক্ষিপ্ত ফরম্যাটের দলে রয়েছেন।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!