• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
টোকিও অলিম্পিক

বিশ্বের নতুন দ্রুততম মানব ইতালির জেকবস


ক্রীড়া ডেস্ক আগস্ট ১, ২০২১, ০৭:৩১ পিএম
বিশ্বের নতুন দ্রুততম মানব ইতালির জেকবস

ঢাকা: ১০০ মিটার স্প্রিন্টে অ্যাথলেটিক্স বিশ্ব এক যুগেরও বেশি সময় ধরে দেখেছে উসাইন বোল্টের কীর্তি। এবার নতুন কাউকে দেখার অপেক্ষায় ছিল বিশ্ব। সে অপেক্ষার ইতি টেনে বিশ্বের দ্রুততম মানবের মুকুট পরলেন মার্সেল জেকবস।

সেমিফাইনালে সবাইকে চমকে দিয়ে প্রথম হয়েছিলেন চীনের বিংতিয়ান সু, তার সমান ৯.৮৩ সেকেন্ড সময় নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের রনি বেকার। গতবারের ব্রোঞ্জজয়ী আন্দ্রে দি গ্রাসও ছিলেন। ৯.৮০  সেকেন্ড সময়ে দৌড় শেষ করে ট্র্যাকের রাজত্ব বুঝে নিয়েছেন ইতালির লামন্ত মার্সেল জ্যাকবস।

রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের ফ্রেড কারলি (৯.৮৪ সেকেন্ড), ব্রোঞ্জ জিতেছেন আন্দ্রে দি গ্রাস (৯.৮৯ সেকেন্ড)। ফাইনালে তিনজনই নিজেদের ব্যক্তিগত সেরা সময়ে দৌড়েছেন আজ। 

সেমিফাইনালে নিজের হিটে ইউরোপিয়ান অঞ্চলের রেকর্ড ভেঙেছিলেন জ্যাকবস। কিন্তু এরপরও ফেবারিটের তালিকায় তাকে রাখা হয়নি। ১০০ মিটারে অলিম্পিক ইতিহাসে যে ইতালির সাফল্য বলতে ১৯৬০ রোম অলিম্পিকের ব্রোঞ্জ পদক। 

সোনালীনিউজ/এআর
 

Wordbridge School
Link copied!