• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাকিব-পাপন মুখোমুখি, রুদ্ধদ্বার আলোচনা চলছে 


ক্রীড়া ডেস্ক আগস্ট ১৩, ২০২২, ০৩:৩৯ পিএম
সাকিব-পাপন মুখোমুখি, রুদ্ধদ্বার আলোচনা চলছে 

ঢাকা: এশিয়া কাপ ও বেটিং ইস্যু নিয়ে কথা বলতে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের মুখোমুখি হয়েছেন সাকিব আল হাসান।

বিসিবি সভাপতির বাসভবনেই সম্মলিতভাবে সাকিবকে নিয়ে বসেছেন তারা। সেই মিটিং থেকে টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব হবেন কি না সেটি চূড়ান্ত হবে। এ ছাড়ে ঘোষণা করা হবে এশিয়া কাপের দলও।

দুপুর ১২টার দিকে সাকিবের আসার কথা থাকলেও তিনি আসেন বিকেল ৩টা ১০ মিনিটে। গতকাল ভোররাতে তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন। বিসিবি সভাপতি আগেই জানিয়েছিলেন, সাকিবের সঙ্গে বৈঠকের কথা।

সাকিব পুনরায় জাতীয় দলের টি-টোয়েন্টির দায়িত্ব পাবেন নাকি মাহমুদউল্লাহ রিয়াদ পাবেন আরেকটি সুযোগ? এ নিয়েও হবে আলোচনা। তবে বোর্ড সূত্রের খবর, আসন্ন এশিয়া কাপ দিয়ে সাকিবকেই ফের টি-টোয়েন্টির নেতৃত্বে বসানো হচ্ছে।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!